প্রতিবন্ধীদের ভালোবাসুন। তারাও এ সমাজের নাগরিক।
নীল আকাশে তারার মাঝে
অচীন স্বপন ভাসে,
দূর থেকে তা যায় না ছোঁয়া
ঘুম নিশিথে আসে।
ঘুম নিশিথে শুধায় স্বপন
আসবে আবার কাল,
রাত পোহালেই যায় ফুরিয়ে
স্বপ্ন মায়ার জাল।
বেলাভূমির মরীচিকা
যেমন ঝিলিক মারে,
স্বপ্ন তেমন মোর বাগিচায়
ডুমুর সাজে বারে।
ফুটে নাতো স্বপ্নকলি
রবির কিরণ মেলায়,
মিথ্যা আশার বাসা বুনে
আকাশ পানে হারায় ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।