আমাদের কথা খুঁজে নিন

   

গমের শীষের আরেক দাবিদার

নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)’ আবেদনের সঙ্গে প্রতীক হিসেবে ‘গমের শীষ’ চাইলে ধানের শীষ প্রতীকের বিএনপির ইসিতে নালিশ জানায়।
রোববার নির্বাচন কমিশনে গিয়ে বিএনপির একটি প্রতিনিধি দল ‘গমের শীষ’ প্রতীক কাউকে বরাদ্দ না দিতে আহ্বান জানায়।
এর একদিন বাদেই ইসিতে আবেদন নিয়ে গেলেন মো. আবুল কালাম আজাদ (ডালিম সিদ্দিকী) নামে এক ব্যক্তি।
নিজেকে ‘জাতীয় মুক্তিযোদ্ধা গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট’র চেয়ারপার্সন দাবি করে ‘গমের শীষ’ প্রতীকটি অন্য কাউকে না দিতে সিইসির কাছে আবেদন করেছেন তিনি।
বিএনএফের মতো এই দলটিও নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেছে।

আইন অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো দল নির্বাচনে অংশ নিতে পারে না।
ইসিতে আবেদনে আবুল কালাম বলেন, “বিএনএফ আমার দলের প্রতীক গমের শীষ কারচুপি করে নেয়ার চেষ্টা করছে। আমার দলটি নিবন্ধন না হওয়া পর্যন্ত গমের শীষ প্রতীকটি যেন অন্য কোনো দল ছিনতাই করে নিতে না পারে। ”
নিবন্ধন প্রত্যাশী এই দলটির প্যাডে লেখা অনুযায়ী, এর প্রধান কার্যালয় ঢাকার আশুলিয়ার গাজীরচটে। এর পতাকা লাল-সবুজ রঙের এবং প্রতীক ডানে হাতের ওপর গমের শীষ।


নিজেদের দলের নাম ‘জাতীয় মুক্তিযোদ্ধা গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট’ জানালেও প্যাডে লেখা ছিল ‘জাতীয় মুক্তিযুদ্ধা গণতান্ত্রীক ঐক্য ফ্রন্ট’।
নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে এর চেয়ারপার্সন আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্নেল আবু তাহেরের অধীনে যুদ্ধ করেছেন তিনি। পরে তিনি জাতীয় পার্টিতে যুক্ত ছিলেন।
২০০৮ সালের ৪ অক্টোবর দল গঠন করে নবম সংসদ নির্বাচনে অংশ নিতে ইসিতে নিবন্ধনের আবেদন করেছিল দলটি, কিন্তু সব শর্ত পূরণ করতে না পারায় তাদের আবেদন বিবেচনায় আসেনি।
এবার দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩১ ডিসেম্বর নিবন্ধনের আবেদন করে এই দল।


রাজনৈতিক দলের নিবন্ধন বাছাই কমিটি সংশ্লিষ্ট ইসি কর্মকর্তারা জানান, নিবন্ধনের জন্য আগ্রহী মুক্তিযোদ্ধা গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট প্রাথমিক বাছাইয়ের তালিকায় নেই। সে ক্ষেত্রে এবারো দলটির নিবন্ধন হচ্ছে না।
ইসি সচিবালয় রোববার জানায়, রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ায় ৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন জানিয়েছে।
এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ২টি দলের জেলা ও উপজেলা পর্যায়ের অফিস ও কমিটি আছে কি না, তা যাচাই করা হচ্ছে। মাঠ পর্যায়ে যাচাই-এ প্রয়োজনীয় সংখ্যক কার্যকর অফিস ও কমিটি থাকলেই তারপর অন্যান্য বিষয় বিবেচনা করা হবে।


নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সোমবার বলেন, “আমরা বাস্তবতার নিরিখে দলগুলোকে প্রতীক বরাদ্দ দেব। নিবন্ধনের যোগ্য হলে ইসির নির্ধারিত তালিকা থেকে কী প্রতীক দেয়া হবে, সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। ”
গমের শীষ প্রতীক কাউকে বরাদ্দ দেয়া এখনো হয়নি বলে ক্ষুব্ধ বিএনপিকে এরই মধ্যে আশ্বস্ত করেছে ইসি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।