আমাদের কথা খুঁজে নিন

   

নতুন প্রতীক "গমের শীষ!"

https://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash3/1044271_677079348975727_901576309_n.jpg কোন এক সময়, কোন এক দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রতিদ্বন্ধি অনেক। তাদের মধ্যে একজনের মার্কা নৌকা, অন্যজনের মার্কা জাহাজ। যে নৌকা মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছে সে এলাকার সবচেয়ে জনপ্রিয় ব্যাক্তি। সমাজের উন্নয়নে তাঁর অবদান অনেক।

জনগন তাকে খুব ভালবাসে। সবাই একপ্রকার নিশ্চিৎ হয়ে গিয়েছে যে নৌকা মার্কা বিপুল ভোটে পাশ করবে। কিন্তু না! ভোটের পর দেখা গেল নৌকা মার্কা বিপুল ভোটের ব্যাবধানে ফেল করেছে। তাঁর জামানতও হারিয়ে ফেলেছে। পরাজিত পার্থী অবাক।

ভোটাররা অবাক। বিজয়ী পার্থীও অবাক। কিভাবে কি হল? আসল কারন হল তাঁদের প্রতীকে। নৌকা আর জাহাজ দেখতে প্রায় কাছা-কাছি। ভোটাররা যখন ব্যালট পেপারে দুইটা নৌকা দেখতে পেল, তখন তাঁরা সবচে সুন্দর নৌকাটাকেই ভোট দিল।

অর্থাৎ জাহাজে। তাঁরা ভাবল, আমাদের নেতা এত বড় এবং এত ভাল একজন মানুষ তাঁর মার্কাটা নিশ্চই বড় এবং সুন্দর নৌকাটাই হবে। উপরের অংশটা একটা গল্প। নিচের যে অংশটা লিখব তা সত্য। পড়ার পর চিন্তা-ভাবনা করে দেখুন কি হতে যাচ্ছে...! আমাদের নির্বাচন কমিশন নতুন দুইটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেবে।

•সাংস্কৃতিক জোট এবং •বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট(বি এন এফ)। এগুলোর মধ্যে একটির প্রতিক হতে যাচ্ছে "গমের শীষ। !" ধানের শীষের নকল ভার্সন। ঘটনা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন? মন্তব্যঃ প্রতিক তালিকার মধ্যে "জাহাজ মার্কা!" মার্কাটাও রাখার জোর দাবী জানাচ্ছি। (শাহজাহান আহমেদ) আসছে "গমের শীষ!" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.