কোন সিস্টেম সাম্যাবস্থায় থাকা কালে যদি এর কোন নিয়ামক পরিবর্তন করা হয় তাহলে সিস্টেমের অবস্থান এমনভাবে পরিবর্তত হবে যেন সেই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় আমার কাছে একটা নীল রংয়ের বাক্স আছে।
বাক্সের মদ্ধ্যে এক টুকরা হিরা আছে এইটা আমি জানি।
কিন্তু সমস্যা হইলো বাক্সটা খুলতে পারতছিনা
বাক্স খুলার মত কোন যন্ত্রপাতি নাই
একজন আমাকে বলল সে বাক্সটা খুলে দিতে পারবে।
কিন্তু এমনি এমনি খুলে দিবে না। বাক্সের ভিতরের হিরার টুকরা টা তাকে দিতে হবে।
বাক্স খুলা বাবদ খরচ এইটা।
আমিও নাচতে নাচতে রাজী হয়ে গেলাম। বাক্স খুলা হবে বাক্স খুলা হবে কি মজা।
হিরা বের হবে!
কি মজা কি মজা!!!!
বাক্স খুলা হবে, হিরা নিয়ে যাবে।
আমি বাক্স খুলার আনন্দে ডুগডুগি বাজাই।
আমি বেকুব তাই বুঝি না। হিরা না পাইলে বাক্স খুইলা লাভ কি আমার
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।