প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে শুনছোনি ভাই শুনছোনি
বুঝছোনি ভাই বুঝছোনি
আসল কথা বুঝছোনি?
দেশের সম্পদ দেশে থাক
সাম্রাজ্যবাদ নিপাত যাক। ।
নির্বাচনে হয়যে বদল দেশের রাজারাণী
তাতে-ভাগ্য বদল হয়না কারো বাড়ে যে হয়রানি
শোনো দেশের সবে
ওদের চিনতে হবে
যত উন্নয়নের গানই গাক
দেশের সম্পদ দেশে থাক
সাম্রাজ্যবাদ নিপাত যাক। ।
দেশটাজুড়ে চলছে দ্যাখো ভাণুমতির খেল
আজকে ওরা গ্যাস বেচে দ্যায় কালকে বেচে তেল
বেচে কয়লাখনি
আমরা সবি জানি
তাইতো প্রতিবাদের দিচ্ছি ডাক
দেশের সম্পদ দেশে থাক
সাম্রাজ্যবাদ নিপাত যাক।
।
রক্ত দেব জীবন দেব দেবোনা তেল গ্যাস
এসো- বিদেশী কোম্পানি হটাই মুক্ত করি দেশ
কনোকো ফিলিপস ওরে
বঙ্গোপসাগরে
তোদের লুট থেকে দেশ মুক্তি পাক
দেশের সম্পদ দেশে থাক
সাম্রাজ্যবাদ নিপাত যাক। ।
এই গানটি আজ ঢাকার রাজপথের মিছিলে গাওয়া হবে। আপনারাও অংশগ্রহন করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।