বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। আগে তো জানতাম, মামা-চাচা কিংবা নিদেনপক্ষে খালু থাকলে সবই হয়। এখন তো দেখছি দুলা ভাই থাকলেও কম পক্ষে সেনাপতি হওয়া যায়।
যেমনটি হয়েছে ইন্দোনেশিয়াতে।
শ্যালক হলেন সেনাপ্রধান! ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং তার শ্যালককে দেশটির সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। এ জন্য প্রামোনো এডি উইবোওকে লেফটেন্যান্ট জেনারেল থেকে পূর্ণ জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ইন্দোনেশিয়া সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পদোন্নতির মাধ্যমে সুসিলো বামবাং তার শ্যালককে ইন্দোনেশিয়ার পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়ার দিকে অগ্রসর হচ্ছেন বলে অনেক বিশ্লেষক মনে করছেন।
এদিকে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলেছেন, উঁচু পর্যায়ের সামরিক প্যানেলের সুপারিশ অনুযায়ী প্রামোনো এডিকে পদোন্নতি দেয়া হয়েছে।
কিন্তু ইন্দোনেশিয়ার একটি মানবাধিকার সংস্থার প্রধান হারিস আজহার বলেছেন, প্রামোনো এডি সম্ভবত প্রেসিডেন্টের শ্যালক হিসেবে এ পদোন্নতি পেয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সুসিলো বামবাং ইন্দোনেশিয়ায় পারিবারিক শাসনের ধারা চালু করতে চাইছেন।
পারিবারিক শাসন এশিয়ায় তো আর নতুন কিছু নয়। বাংলাদেশ -ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা তো পারিবারিক শাসনেরই দে;শ। কিন্তু এমন দুলা ভাই থাকা তো আসলেই অনেক ভাগ্যের কথা।
খবরের সূত্র। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।