আমাদের কথা খুঁজে নিন

   

কালো টাকা সাদা করার সুযোগে খুশি ডিএসই

কালো টাকা সাদা করার সুযোগে খুশি ডিএসই নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০১-০৭-২০১১ ০ মন্তব্য প্রিন্ট পরের সংবাদ» শেয়ারবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় বেজায় খুশি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আর তাই গতকাল এক সংবাদ সম্মেলন করে ডিএসইর নেতারা এই খুশির বিষয়টি প্রকাশ করেছেন। ডিএসই দাবি করেছে, কালো টাকা সাদা করার সুযোগসহ ২০১১-১২ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের জন্য নানা ছাড় দেশের শিল্পোন্নয়নে গতি বৃদ্ধি করবে। একই সঙ্গে রপ্তানি-বাণিজ্যে প্রবৃদ্ধি সাধিত হবে এবং ভিশন ২০২১ বাস্তবায়নও সহজতর হবে। গতকাল বৃহস্পতিবার ডিএসইর কার্যালয়ে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলা হয়।

এতে মূল বক্তব্য দেন ডিএসইর সভাপতি শাকিল রিজভী। বাজেটে পুঁজিবাজার সম্পর্কে দৃঢ় পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান শাকিল রিজভী। বাজেটে বন্ডের পাশাপাশি শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার বিষয়ে ডিএসইর সভাপতি শাকিল রিজভী বলেন, এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। তবে বাজার যাতে আবার অতিমূল্যায়িত না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে বলে জানান তিনি। লিখিত বক্তব্যে শাকিল রিজভী বলেন, ‘এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন শেয়ার ছাড়ার মাধ্যমে পুঁজিবাজার আরও শক্তিশালী করা।

তাই খুব দ্রুততার সঙ্গে সরকারের হাতে থাকা বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানের শেয়ারসহ দেশি-বিদেশি বড় বড় কোম্পানির শেয়ার পুঁজিবাজারে ছেড়ে চাহিদার সঙ্গে সরবরাহের সমন্বয় করা দরকার। ’ এক প্রশ্নের জবাবে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম পুঁজিবাজারকে অত্যন্ত স্পর্শকাতর জায়গা অভিহিত করেন এবং এটা নিয়ে সরকার ও বিরোধী দলকে রাজনীতি না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ী। ব্যবসায়ী আমাদের আসল পরিচয়। পুঁজিবাজার রাজনীতির উপাদান না হয়ে অর্থনৈতিক ক্ষেত্র হিসেবে যাতে কাজ করতে পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

’ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতিপতী মৈত্র, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. জহুরুল আলম উপস্থিত ছিলেন। বাজার: গতকাল ছিল ২০১০-১১ অর্থবছরের শেষ কার্যদিবস। এদিন দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজেটে পুঁজিবাজারবান্ধব বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। যাঁরা বাজার থেকে দূরে ছিলেন, তাঁরাও আবার সক্রিয় হতে শুরু করেছেন।

এর ফলে বাজারে সূচক ও লেনদেন বেড়েছে। পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের আহ্বায়ক মিজান উর রশিদ চৌধুরী বলেন, ‘পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ প্রদান বাজারের জন্য ইতিবাচক দিক। ’ গতকাল দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৮ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ছয় হাজার ১১৭ দশমিক ২৩ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৮১টির, কমেছে ৭২টির ও অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৯৫৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—গ্রামীণফোন, তিতাস গ্যাস, এমজেএল বাংলাদেশ লিমিটেড, ইউসিবিএল, আফতাব অটো, বেক্সিমকো, এমআই সিমেন্ট, স্কয়ার ফার্মা, এনবিএল ও সাউথইস্ট ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৮২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৯ দশমিক ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯২টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ১১৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.