আমাদের কথা খুঁজে নিন

   

কারসাজিতে জড়িতদের বিচারে একমত সালমান রহমান

সাম্প্রতিক সময়ে শেয়ারবাজার ধসের ঘটনা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির সুপারিশে কারসাজির সঙ্গে জড়িতদের বিচারে সম্পূর্ণ একমত পোষণ করেছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। গতকাল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) আয়োজিত সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) পরিচালনা পর্ষদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, আমরা সিডিবিএলের পরিচালনা পর্ষদ এসইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। সেখানে সিডিবিএল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সিডিবিএলের প্রাথমিক গণ-প্রস্তাবে (আইপিও) শেয়ারবাজারে তালিকাভুক্তির বিষয়ে এসইসি ৫ই জুলাই সিদ্ধান্ত নেবে।

বিচার বিলম্বিত হলে শেয়ারবাজারে কোন নেতিবাচক প্রভাব পড়তে পারে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থমন্ত্রী বলেছেন কোন ক্ষেত্রে তিন মাসের মধ্যে করা হবে, কোন ক্ষেত্রে ছয় মাসের মধ্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এটি তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন। এরপরও এ বিষয় নিয়ে বিতর্ক করার সুযোগ নেই। অর্থমন্ত্রী যেভাবে বলেছেন সেভাবেই তো কাজ করা হচ্ছে। উনি নির্দিষ্ট সময়ের মধ্যেই এসইসি’র পুনর্গঠন করেছেন।

শেয়ারবাজার ধসে গঠিত ইব্রাহিম খালেদের তদন্ত কমিটি ও অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী অধিকতর তদন্তের সঙ্গে একমত কিনা অপর এক প্রশ্নের জবাবে সালমান বলেন, অধিকতর তদন্তের বিষয়ে তিনি একমত। তদন্তের পর কারও দোষ পাওয়া গেলে তাকে অবশ্যই সাজা দিতে হবে। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের কয়েকটি জায়গায় বিশেষ করে তিন চারটি জায়গায় স্পষ্টভাবে সার্কুলার ট্রেডিংসহ অন্যান্য বিষয়ের কারসাজির প্রমাণ পাওয়া গেছে। এসব বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। এরজন্য এসইসিও ব্যবস্থা নিচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.