আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ারবাজারের তদন্ত শেষ! কারসাজিতে জড়িত দোষীরা চিহ্নিত । ইব্রাহিম খালেদ স্যারের আর কষ্ট করতে হবে না!!

উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . .

শেয়ারবাজারে দরপতনের কারণে বিনিয়োগকারীরা দিশেহারা। সরকারের উদাসীন ভাব আর নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যর্থতার কারণে পুঁজি হারানো ক্ষুদ্র বিনিয়োগকারীদের চোখে মুখে অন্ধকার। এসব কিছুর মূল উৎপাটন করতে আর বিপর্যয়ের শেয়ারবাজারের পতনের কারসাজির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে সরকার কমিটি গঠন করে দেয়। ইব্রাহিম খালেদ স্যারের ঘাড়ে দায়িত্ব পড়ে মাফিয়াদের খুঁজে বের করার। তিনি সে কাজ করছেন।

তবে তার এখন কষ্ট করতে হবে না!. মাফিয়াদের খোঁজ মিলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জানিয়েছেন, শেয়ারবাজারে কারসাজির সঙ্গে বিএনপি জড়িত। সরকারকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে বিরোধী দল বিএনপি শেয়ারবাজারে লুটপাট করছে। এতে করে জাতি ও বিনিয়োগকারীরা মনে হয় আশ্বস্ত হয়েছে। যাক. অবশেষে বুঝি মাফিয়া আর গডফাদার/মাদার খুঁজে পাওয়া গেলো।

ভাবছি, ইব্রাহিম খালেদ কি করবেন? বেচারা ! তার তো কিছু করার ই থাকলো না। প্রধানমন্ত্রীর আবিষ্কার স্যারের পথকে সহজ করে দিয়েছে। এখন তিনি ২ মাস ৩ মাস নয়, ইচ্ছে করলে কয়েক ঘন্টার মধ্যেই খুলে দিতে পারেন সেসব মুখোশধারী মাফিয়াদের ! কথা , যারা পুঁজিবাজারকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। প্রধানমন্ত্রীর ঘোষনায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক খুশি!!! রাজনীতি জ্ঞান ও রাজনীতির শেয়ারবাজার!!! হায় রে রাজনীতি! হায় রে দেশ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।