আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের কারসাজিতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ১৪শ? কোটি টাকা গচ্চা- সংকলিত

শিক্ষাই হল জাতি

ভারতের কারসাজিতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অঙ্গপ্রতিষ্ঠান তাবানী বেভারেজ ১৪শ? কোটি টাকা নগদ গচ্চা দিতে যাচ্ছে। সেইসঙ্গে দীর্ঘ ৩৫ বছর পর বিশ্বখ্যাত কোকাকোলা সামগ্রীর বিপণন মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠান তাবানী বেভারেজের হাত থেকে চলে যাচ্ছে ভারতের কোকাকোলা ফারইস্ট লি. কোম্পানির হাতে। এরই মধ্যে এ প্রতিষ্ঠান গুলশানে অফিস স্থাপনের পাশাপাশি কোকাকোলা সামগ্রী উত্পাদন ও বিপণনের জন্য বিনিয়োগ বোর্ড থেকে অনুমোদন লাভ করেছে। দেবাশীষ ও তাপস নামে ভারতের দুই নাগরিক কোম্পানির কান্ট্রি ম্যানেজার ও অপারেশন ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট অফিস সূত্রে জানা গেছে, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠান বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে তাবানী বেভারেজ ৩৫ বছর ধরে বাংলাদেশে কোকাকোলা সামগ্রী বোতলজাত ও বিপণন করে আসছে। আমেরিকার এ কোম্পানির সঙ্গে চুক্তি অনুযায়ী প্রাপ্ত কমিশনের অর্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা প্রদানে ব্যয় করা হয়। ২০০৫ সালে কোকাকোলা তার আঞ্চলিক অফিস থাইল্যান্ড থেকে ভারতে স্থানান্তর করে। এরপর থেকেই তাবানী বেভারেজের সঙ্গে ভারতের আঞ্চলিক অফিসের মতবিরোধ ও দূরত্ব সৃষ্টি হতে থাকে। একপর্যায়ে ভারতের আঞ্চলিক অফিস বাংলাদেশে তাবানী বেভারেজকে নিজস্ব অর্থায়নে পিইটি প্লান্ট স্থাপনের শর্ত দেয়।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের একজন কর্মকর্তা আমার দেশকে জানান, কোকাকোলার ইতিহাসে এমন নজির নেই। বোতলজাতকারী প্রতিষ্ঠানকে কোকাকোলা কোম্পানিই সম্প্রসারিত ইউনিটসহ বিভিন্ন প্লান্ট স্থাপন করে দেয়। তাবানী বেভারেজের পক্ষ থেকে এরই মধ্যে বোতলজাতসহ বিভিন্ন অনুষঙ্গ স্থাপন ও মেশিনারিজ বাবত ১৪শ? কোটি টাকা ব্যয় করা হয়েছে। এ অবস্থায় অতিরিক্ত অর্থ ব্যয় করে পিইটি প্লান্ট স্থাপন করা সম্ভব নয়। এ ধরনের মতবিরোধের একপর্যায়ে এসে ২০০৮ সালে তাবানী বেভারেজের ১৪শ? কোটি টাকার বিনিয়োগকে ঝুঁকিতে ফেলে ভারতের আঞ্চলিক অফিস একতরফাভাবে সব ধরনের চুক্তি বাতিল করে বলে জানান ওই কর্মকর্তা।

তিনি বলেন, মূলত ওই সময় থেকেই ভারতের আঞ্চলিক অফিস বাংলাদেশে নিজস্ব উদ্যোগে বোতলজাত করে কোকাকোলা সামগ্রী বিপণন করার উদ্যোগ নেয়। ভারতীয় আঞ্চলিক অফিস কোকাকোলা ফারইস্ট লি. নামে একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠা করে এরই মধ্যে বিনিয়োগ বোর্ড থেকে অনুমোদন লাভ করেছে। তারা যৌথ উদ্যোগে কোকাকোলা প্লান্ট স্থাপনের জন্যও বাংলাদেশ সরকারের কাছে একটি প্রস্তাব পেশ করেছে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, দেশের বিভিন্ন স্থানে বর্তমানে তাবানী বেভারেজের বিভিন্ন ধরনের স্থাপনা ও যন্ত্রপাতিসহ ১৩শ? ৬৯ কোটি ১ লাখ ২৪ হাজার টাকার সম্পদ রয়েছে। ভারতীয় আঞ্চলিক অফিসের তৈরি করা নতুন এ কোম্পানি তাবানী বেভারেজের ওই সম্পদহানির জন্য মাত্র ৭ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব করেছে।

সেইসঙ্গে তাবানী বেভারেজের সব স্থাপনা ও যন্ত্রপাতি ব্যবহারের বিনিময়ে মাত্র দশ শতাংশ লাভ দেয়ার আশ্বাস দিয়েছে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এ প্রস্তাবে রাজি না হলে ভারতীয় ওই কোম্পানি নিজেরাই প্লান্ট স্থাপন করে বোতলজাত করবে। তিনি বলেন, ভারতের ওই কোম্পানি বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তির প্রত্যক্ষ সহযোগিতায় কোকাকোলা সামগ্রী বিপণনের একক সুবিধা পেতে যাচ্ছে। সেইসঙ্গে মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান তাবানী বেভারেজের প্রায় ১৪শ? কোটি টাকার সম্পদ নষ্ট হতে যাচ্ছে। ভারতের কারসাজিতে তাবানী বেভারেজ বন্ধ হওয়া এবং প্রতিষ্ঠানের প্রায় ১৪শ? কোটি টাকা ক্ষতির বিষয়ে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমার দেশকে জানান, বর্তমানে তাবানী বেভারেজের কার্যক্রম বন্ধ রয়েছে।

ভারতীয় আঞ্চলিক অফিসের তৈরি করা প্রতিষ্ঠান কোকাকোলা ফারইস্ট লি. সরকারের কাছে একটি আবেদন করেছে। এটা সরকারের উচ্চ পর্যায়ের ব্যাপার। এছাড়া তিনি অন্য কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমার দেশকে বলেন, আমি যতটুকু জানি তাবানী বেভারেজের কার্যক্রম বন্ধ রয়েছে। একটি নতুন কোম্পানি বোতলজাতকরণ ও বিপণনের জন্য আবেদন করেছে।

এর বেশি আমার জানা নেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.