সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি বর্তমানে ৪,০০০ হাজার পয়েন্টের নিচে অবস্থান করছে ডিএসই'র শেয়ারের সূচক !! ডিএসআই সাধারণ সুচক ২৬৬.৭৮২১৪ পয়েন্ট কমে এখন অবস্থান করছে ৩,৮৮৭.১৯২০০ পয়েন্টে। মাত্র চারটি শেয়ারের দাম বাড়লেও কমেছে ২৪৯টি শেয়ারের দর। ইতিমধ্যে শেয়ারের ব্যাপক দরপতনে পূঁজি হারিয়ে নিঃস্ব হয়ে আত্মহনের পথ বেছে নিয়েছেন কাজী লিয়াকত আলী নামের একজন শেয়ার ব্যাবসায়ী। এমনি আরও কতজন জীবত অবস্থাতে লাশ হয়ে আছে তার খবর কে রাখে? আর কত লাশ চাই তোদের যাদের কারসাজিতে প্রতিদিন কমছে শেয়ারের সূচক ? ধিক তোদের শত ধিক "যাদের হস্ত করে সমস্ত কাংগালের ধন চুরি"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।