ভালোবাসা টাকা থেকে আসে সন্মানীত ব্লগার দু-পেয়ে গাধ আপনাকে সালাম দিতে গিয়েও দেওয়া যাচ্ছেনা কারন আপনি নিজেকে নাস্তিক দাবি করছেন,সালাম আস্তিকদের একটা নিয়ম তাই শুরতেই শান্তি কামনা করতে পারছিনা তাছাড়া করেও তেমন সুবিধা হবেনা কারণ এই পোস্ট প্রচারের পর মোটা মুটি একটা অশান্তি সৃষ্টি হবার সম্ভাবনা আছে, যদিও আমি কোন ভাবে অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্য এই পোস্ট দেইনি।
আমি এই কথা গুলো আপনার ব্লগেও বলতে পারতাম তা আমি ইচ্ছে করেই বলিনি কারণ আমার কথা গুলো শুধু মাত্র আপনার উদ্দেশ্য না, আমার মত আমার কিছু আস্তিক ভাই গুলো যেন এই পোস্ট টি পড়েন সেই জন্য একটা মন্তব্যে আকারে জন্ম নেয়া কথা গুলো পোস্ট হিসেবে প্রকাশে বাধ্য হলাম।
দু-পেয়ে গাধ শুরুতেই বলে রাখি আমি ধর্ম জ্ঞান রাখিনা, বলা যায় বিধাতার কৃপায় ও আম্মু আব্বুর বদলতে ইসলাম ধর্ম পেয়েছি, সেই আলোকেই আমাকে আস্তিক বলতে পারেন, আর আমি যা থেকে আস্তিক হওয়াকে মেনে নিলাম সেটা একান্তই আমার অর্জন। ওটার কোন দলিল দিতে পারবোনা তাই আমি আস্তিক বা নাস্তিক নিয়ে আপনার কোন প্রশ্নের উত্তর দেবনা বা আমার এত মেধা নেই
দু-পেয়ে গাধ একটা মানুষ তখন নাস্তিক হয় যখন সে ভাবনার সীমা পরিসীমা পেরিয়ে যায়, প্রচন্ড রকমের ভাবনার ক্ষমতাবানরাই বিধাতা অস্তিত্ব নিয়ে সন্দিহান হয়ে যান।
আপনি কতটা মেধাবী হলে বিধাতা আছেন এমন সাক্ষ্য দেয়া হাজার হাজার কোটি কোটি নিদর্শনকে আপনি আপনার যুক্তি দিয়ে নাই করে দিচ্ছেন তা কেউ না মানুক আমি মানি।
আমি এও মানি যে আমার মত একটা দুর্বল মগজের আস্তিকের চেয়ে আপনি একজন সফল সবল নাস্তিক।
বিধাতা বড় বেশি রসিক, উনি এত কিছু পৃথিবীতে বা পৃথিবীর বাইরে সৃষ্টি করেছেন ওনার অস্তিত্ব বুঝানোর জন্য উনি সব করেছেন কিন্তু ওনার অস্তিত্বটা উনি ইচ্চে করেই আমাদের মদন বানাতে লুকিয়ে রেখেছেন,
আমার পোস্টের বক্তব্য কিন্তু বিধাতা আছেন বা নেই তা নিয়ে নয়। বিধাতা থাকলও যা না থালেও তা, আমি আমার গতিতে আগে যা করছি এখনো তা করছি যা আমার পরিবার থেকে শিখেছি জেনেছি।
আপনার পরিবার থেকে আপনি কি জেনেছেন বা শিখেছেন আমি জানিনা, তবে আপনাকে একট বিষয় আমার জাননো প্রয়োজন মনে করছি। আপনি এবং এমন হাজারো নাস্তিক আছে, তারা দৈনিক জীবন যাপন করছে অন্য সাধারনের মত হাট বাজারে।
ওরা চিৎকার দিয়ে যেমন বলছেনা আমি নাস্তিক বা তোমরা সবাই নাস্তিক হও তেমনি কাউকে নাস্তিক হতে কষাঘাৎ করছেনা।
বিধাতা সকল ভালো কিছুর সাথে খারাপ কিছু রেখে দিয়েছেন,রাতের সাথে দিন। আলোর সাথে অন্ধকার, আমাদের সাথে আপনি, তো থাকুননা, আমাদের তো সমস্যা নেই। আপনি পোস্ট দিচ্ছেন দিন তাও সমস্যা নেই। সেখানে সময় থাকলে মানুষ আসবে না থাকলে আসবেনা।
তবে সামুকে অনেকদিন আগ থেকে দেখে আসছি কিছু নিয়ম কানুনের মধ্যে চলতে যা বর্তমানে নেই।
কোন ব্যক্তি,জাত, ধর্ম, বর্ণ গোষ্ঠীর নাম ধরে কোন কথা বলা যেতনা, যা বর্তমানে যায়।
এখানে শুধু গল্প কবিতা গান ও সৃজনশীল আবিষ্কার ছাড়া আর কিছুই গ্রহন যোগ্যতা পেতনা, কিন্তু বর্তমানে খুব নোংরা ভাবে নাম ধরে যা ইচ্ছে সবাই লিখে যাচ্ছেন, সামু নির্বাক
প্রসঙ্গে আসি - দু-পেয় গাধ ভাই শুরুতেই বলেছি আপনি অনেক মেধাবী একজন মানুষ, আমরা যা দেখে বিধাতা আছেন বলে মানি আপনি আপনার মেধা দিয়ে যুক্তি খাটিয়ে তা দিয়েই আবার বিধাতা নাই প্রমান করে থাকেন। আমাদেরকেও আপনি ভাবনায় ফেলে দেন আমরা আবার ঘরে ফিরে শক্ত হয়ে বের হই। আপনি আপনার এই মেধার চর্চা করেন সমস্যা নেই কিন্তু এই ভাবে প্রতি নিয়ত যেই খোঁচা মারা পোস্ট দিয়ে যাচ্ছেন তাতে কি বিশেষ কিছু পাচ্ছেন?
পায়ে পা লাগিয়ে ঝামেলা করে কি লাভ ভাই? আমি আপনার পোস্ট গুলো পড়ে রীতিমত আপনার জন্য আমার খুব মায়া হয়, কত কষ্ট করে আপনি এই পোস্ট লিখেন, সারা দিন মাথা খাটিয়ে নানান যুক্তি দাড় করান, কিভাবে বিধাতা নেই তা প্রমান করতে তবুও বিধাতা ভেসে উঠেন, কিন্তু দেখা দেননা, উনিও যা শুরু করলেন, যাই হোক।
শেষ একটা কথা বলি, আপনি ভালো কিছু গল্প কবিতা লিখুন আমার বিশ্বাস আপনার লেখার অন্য সবার চেয়ে ভালো হবে। কারণ আপনি প্রচুর মাথা খাটাতে পারেন
আর ব্লগে যারা আল্লাহকে বিশ্বাস করেন তাদেরকে বলি - আল্লাহ আছেন তা আর কখনোই প্রমান করতে যাবেননা। আপনারা যারা বার বার আল্লাহ আছেন প্রমান করতে আসেন তাদের কান্ড দেখে বিধাতা সত্যি লজ্জায় একদিন হারিয়ে যাবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।