আমি ক্ষত বিক্ষত............... পঞ্চগড় জেলা আয়তন ১৪০৪.৬৩ বর্গ কিঃমিঃ। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা এটি। তিনদিকে ২৮৮ কিঃমিঃ দীর্ঘ ভারতীয় সীমান্ত দ্বারা বেষ্টিত। উত্তরের দার্জিলিং জেলা; উত্তর-পূর্বে জলপাইগুড়ি ও কোচবিহার জেলা এবং পশ্চিমে পশ্চিম দিনাজপুর ও পূর্ণিয়া জেলা, পূর্বদিকের দক্ষিণাংশ নীলফামারী জেলা এবং দক্ষিণে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা। মাটিতে বালির প্রাধান্যের কারণে জেলার উত্তরাংশে কয়েক ফুট মাটির নিচে নুড়ি পাথরের স্তর আছে।
সর্বোচ্চ গড় তাপমাত্রা ৩০.২০সেঃ, সর্বনিম্ন ১০.১০সেঃ। বার্ষিক বৃষ্টিপাত ২৯৩১ মিঃমিঃ। উল্লেখযোগ্য নদীঃ করতোয়া, আত্রাই, তিস্তা, মহানন্দা, টাংগন, ডাহুক, পাথরাজ, ভুল্লী, তালমা, নাগর, চাওয়াই, কুরুম, ভেরসা, তিরনই, চিলকা।
জেলা শহর পৌরসভা সৃষ্টি ১৯৮৫ সালে। ৯টি ওয়ার্ড ও ৩২টি মহল্লা নিয়ে জেলা শহর গঠিত।
আয়তন ১১.৩৬ বর্গ কিঃমিঃ। জনসংখ্যা ৩৮৫৫০; পুরুষ ৫১.২২%, মহিলা ৪৮.৭৮%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিঃমিঃ ৩৩৯৩ জন। শিক্ষার হার ৫২.৭%।
প্রশাসনঃ বৃটিশ শাসনামলে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত থানা ছিল।
১৯৪৭ খ্রিষ্টাব্দে দেশভাগের সময় দিনাজপুর জেলাভুক্ত হয়। ১৯৮০ সালে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, আটওয়ারী ও তেঁতুলিয়া থানা সমন্বয়ে পঞ্চগড় মহকুমা গঠিত হয়। ১৯৮৪ সালে জেলায় রুপান্তরিত হয়। উপজেলা ৫, পৌরসভা ১, ওয়ার্ড ৯, মহল্লা ৩২, ইউনিয়ন ৪৩, গ্রাম ৮৫০।
উপজেলাসমুহঃ
পঞ্চগড় সদর,
বোদা,
দেবীগঞ্জ,
আটোয়ারী ও
তেঁতুলিয়া।
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নঃ পঞ্চগড় শহরের পুরাতন ডাকবাংলো সংলগ্ন করতোয়া নদীর পূর্বতীরস্থ চর এলাকার বধ্যভূমি; আটোয়ারী থানার মির্জাপুরের সন্নিকটস্থ পুন্নাদীঘির পাড়ে এবং ডাঙ্গি নামক স্থানে গণকবর; ভজনপুরের বামনপাড়া গ্রামে শহীদদের কয়েকটি কবর এবং পঞ্চগড় শহরের ধাক্কামারায় শহীদ ফারুক আহাম্মদ স্মৃতিস্তম্ভ।
জনসংখ্যাঃ ৮২৯৩৭৪; পুরুষ ৫০.৮৩%, মহিলা ৪৯.১৭%।
শিক্ষার হারঃ গড় হার ৩০.৬%; পুরুষ ৩৯.৮%, মহিলা ২০.৮%।
পঞ্চগড় নামকরণের ইতিহাসঃ প্রচলিত আছে যে, এ অঞ্চলে ভিতরগড়, মীরগড়, হোসেনগড়, রাজনগড় ও দেবেনগড় নামে পাঁচটি গড় ছিল। ধারণা করা হয় এ পাঁচ গড়ের সমন্বয়েই এ জেলার নাম হয়েছে পঞ্চগড়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।