আমাদের কথা খুঁজে নিন

   

মেয়ের বাবা তার মেয়ের সুখের জন্য এমন কিছুতো দিতেই পারে ! যৌতুক হবে কেন !

لا إله إلا الله محمد رسول الله

বন্ধু আমার যথেষ্ট স্মার্ট, সুদর্শন এবং এমএ পাশ সেকেন্ড ক্লাস । তার উপর যৌতুক বিরোধী । চাকুরী ও করে । যে কোন মেয়ের বাবার জন্য যাকে বলে আদর্শ পাত্র (ডাক্তার-ইঞ্জিনিয়ার ছাড়্) । তার মতে কোন সভ্য মানুষ যৌতুক নিতে পারেনা । এটি চরম লজ্জাকর । তো বন্ধুর বিয়ে হয়ে গেল । পাত্রীও ভাল এবং সুন্দরী । কিন্তু তার সম্পর্কে অন্য বন্ধুদের কাছ থেকে যা শুনলাম আমি বিশ্বাস করতে পারছিলামনা ! এর কিছুদিন পর একদিন বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তাকেই সরাসরি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার তুই নাকি যৌতুক নিয়ে বিয়ে করেছিস ! বন্ধু আমার উত্তেজিত হয়ে গেল । আমি বল্লাম কি ব্যাপার তুই তোর বৌয়ের বাবার কাছ থেকে ফ্রিজ, টিভি, খাট, সোফা এগুলি নেসনাই ! সে বলল, আমি নিব কেন ! তোর ভাবিইতো রেখে দিল ! তাছাড়া মেয়ের বাবা তার মেয়ের সুখের জন্য এমন কিছুতো দিতেই পারে ! আমিতো টাকা নেইনি ! যৌতুক হবে কেন ! কপাল আমার ! যৌতুক আসলে কি ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.