আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার আর ফেসবুকিং এর দৌড় কীবোর্ড পর্যন্ত

বিধাতা দেয়নি ভিখারী জাতিকে বাছাইয়ের কোনো ক্ষমতা। ফেনী থেকে ফেরত এলেন গণজাগরণ মঞ্চের ইমরান। নাশকতা এড়াতে ফেনীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফিরিয়ে দিয়েছে গণজাগরণ মঞ্চের গাড়ি। বুধবার দুপুরে তাদের ফিরিয়ে দেওয়া হয়। View this link আজকের কিছু ফেসবুক স্টেটাস.।

.। .। .। । Abdun Noor Tushar একদল মানুষ আছেন তারা মনে করেন নিরপেক্ষতা মানে, রাস্তার মাঝখানে বসে থাকা কিংবা দোলনা দিয়ে ঝোলার মতো ডানে বামে, সামনে পেছনে ঝুলতে থাকা...আমি মনে করি নিরপেক্ষতা মানে আপানি যা ঠিক মনে করেন, সেটা কার পক্ষে বা বিপক্ষে গেল সেটা চিন্তা না করে কথা বলা... সত্য বলে যা মনে করেন সেটা বলা.. .. সকল মতেরই বিরুদ্ধ মত আছে.. তাই কোন মতই নিরপেক্ষ না.. সব মতামতই কারো না কারো পক্ষে ... তাই শুভ বিশ্বাস এর পক্ষে বলাই নিরপেক্ষতা..সভ্য মানুষ ভাষা দিয়ে লড়াই করে, অসভ্যরা ভাষাহীন।

হিংসা , রক্তপাত, জিঘাংসা তাদের ভাষা... যারা এই হিংসা ছড়ান আমি তাদের পক্ষে না.. যারা মিথ্যা গুজব ছড়ান, আমি তাদের পক্ষে না.. তাতে যদি আমি নিরপেক্ষ না হই, আমার সেই নিরপেক্ষতার দরকার নাই। Shihab Shaheen খালেদা জিয়া কি সত্যি সত্যি বিশ্বাস করেন যে শাহবাগে যারা গেছে তারা সবাই নাস্তিক...!!! Farhana Flora আরো একটা তামাশা........ নাস্তিক ব্লগার সণাক্ত করার জন্য সরকার ৯ সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠণ করেছে। ........ আসিফ মহিউদ্দিন, অমি রহমান পিয়াল, আরিফ, মৃত রাজীব হায়দারসহ সবগুলা অসুস্থ্য ব্লগারইতো সরাসরি আওয়ামী লীগের সমর্থক....... সরকার গঠিত তদন্ত কমিটি কি এসব অসভ্য-ইতরদের লোম ছেঁড়ার ক্ষমতা রাখে? আই ডোন্ট থিঙ্ক সো। জ. ই. মামুন প্রায় দেড় হাজার বছর ধরে বিশ্বজুড়ে টিকে আছে শান্তির ধর্ম ইসলাম, শত কোটি মানুষ এর অনুসারী। ইসলাম শুধু না, দোজাহানের সকল কিছুর একমাত্র হেফাজতকারী মহান আল্লাহ।

কিন্তু চট্টগ্রামের কয়েকটি মাদ্রাসা ভিত্তিক সংগঠনের নেতারা কোন ইসলামের হেফাজতকারী হিসেবে আবির্ভুত হলেন অকস্মাত? ইমরানকে প্রতিহত করা বা গণজাগরণ ঠেকানোই যাদের মূল কাজ! আমার ধারনা; হেফাজতে ইসলাম এর ছদ্মনাম, আসল নাম জামায়াতে ইসলাম। Fazlul Bari ২০১৩ সালে বাংলাদেশের এক নেত্রী নাস্তিকেদের খাওয়ায়-পাহারা দেয় বলে তালিবানি ধর্মীয় সুড়সুড়ির বক্তৃতা দেয়! আরেক নেত্রী ফেসবুকের নাস্তিক ধরতে কমিটি করে! এরা নিজেরা মহিলা জামায়াতের মতো নেকাব-হিজাব পরে ঘুরে না কেনো? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.