আমাদের এই দেশে শান্তি আর আসবেনা ফিরে। কারণ এই দেশ যারা করবে নিয়ন্ত্রণ তাদের মধ্যেই নানান সমস্যা। এতো সমস্যা দিয়ে একটি দেশ কখনোই চলতে পারেনা। দেশের মানুষে হবে না কখনই ভাগ্যের পরিবর্তন। শুধুমাত্র তাদের জন্য।
যারা আজকে নোংরা রাজনীতি সাথে জড়িত হয়ে দেশটাকে লুটেপুটে খাচ্ছে।
দেশের প্রতি একটা সাধারণ মানুষের ভালোবাসা থেকে কোন লাভ নেই। কারণ ঐ সাধারণ মানুষটার কথায় দেশের কিছু.. যায় আসেনা। যাদের কথায় যায় আসে.. তারা তো আছে শুধু তাদের আখের গোছানোর ধান্দায়।
দেশের যারা রাজনীতি করে তারা যে সবাই খারাপ কাজ করছে এমনটা বলাও ঠিক হবেনা।
তবে বেশিরভাগ নেতাদের ক্ষেত্রেই ঐ লোভটা কাজ করে যে, ৫ বছর ক্ষমতায় আছি এর মধ্যেই যা করার তা করতে হবে। যদি এই হয় ধান্দা তাহলে দেশের মানুষের কান্না করা ছাড়া আর কোন উপায় নাই বলেই আমার মনে হয়।
ঐ সমস্ত লোকগুলোর জন্যই আজকে আমাদের দেশের এমন অবস্থা। মঞ্চে উঠে তারা শুধু দিতে পারে লম্বা লম্বা বক্তৃতা। কথার শেষে শুধু বে, বা, বি, বো.... পরে ইনশাআল্লাহ..।
কাজ তো দেখিনা। শতকরা যদি ৫০% কাজও হতো তাহলেও এদেশের মানুষের অনেক উপকার হতো। এমপি, মন্ত্রীরা যারা যে কাজ পায় এলাকার উন্নয়নের জন্য তা খেয়েই শেষ। আর কিছু কাজ হয় লোক দেখানো...
১০ বছর থেকে শুনছি দেশে লোডশেডিং থাকবে না। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ থাকবে।
এখন যা অবস্থা বিদ্যুৎ লাইন আছে ঠিকই কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টাই বিদ্যুৎ থাকেনা বললেই চলে।
দেশের মধ্যে বর্তমান সময়ে মাদকের যে রমরমা ব্যবসা চলছে তার কোন প্রতিকার নেই। যুব সমাজ যে আজ ধংশের পথে চলে যাচ্ছে তার কোন খবর নেই। প্রশাসন দেখেও না দেখার ভান করে চলছে। কারণ তারাও তো তাদের কাছে ইয়া..... নিয়ে নিজেকে বিক্রি করে দেয়।
দেশে পুলিশ নাম মাত্র বলা চলে। তারা জনগণের বন্ধু বলে পরিচিত কিন্তু আজ তারাই জনগণের শত্রুতে রূপান্তরিত হয়েছে। সাধারণ মানুষও পুলিশকে পুলিশ মনে করে না।
দুর্নীতি ছাড়া কোন কাজ হয়না আজকে এই দেশে। যাদের যতো ধন-সম্পত্তি আছে তারা আরো ততো চায়।
সারা দুনিয়াটা তারা খেতে চায়....।
আবার দেশের মধ্যে যখন তখন হরতাল, অবরোধ, ভাংচুর। ঘোষণা দিলেই রাস্তায় আর গাড়ী চলবেনা। দোকান পাট থাকবে বন্ধ। কে মরলো আর কে বাচলো তা দেখার টাইম নাই।
সব রাজনৈতিক দলগুলো আছে নিজেদের স্বার্থ রক্ষায়।
দিনে দুপুরে রাস্তায় ছিনতাই হচ্ছে। ভাবতেও অবাক লাগে। ঢাকা শহরে রাস্তার মোড়ে মোড়ে থাকে পুলিশ কিন্তু তার পরেও এটা কিভাবে সম্ভব হয়? সরিষার ভিতরের ভুতের খবর তো আসলে কেউ রাখেনা।
এভাবেই চলবে কি এ দেশ, এভাবেই চলবে কি এ দেশের সমাজ জীবন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।