ভ্রমনে ভালোবাসি, আমি খুবই সাধারণ একজন মানুষ আর সবার মতো! লক্ষ্য করা যাচ্ছে যে, কেউ কেউ Facebook এবং Internet এর মাধ্যমে সুন্দরবনকে ভোট দেয়ার জন্য Campaign করছেন এবং Status দিয়ে যাচ্ছে! নিঃসন্ধেহে এটা ভালো উদ্যোগ। তবে একটু সাবধান হলে ভালো হয় - চেষ্টা করুন বাংলায় এরকম Status দিতে, আর Campaign না করলেই ভালো হয়। ইংরেজিতে দিলে খেয়াল করুন বিদেশি বন্ধু আছে কিনা যে Seven Wonder Foundation এর কাছে Report করে দিতে পারে অথবা Privacy Policy এমনভাবে Set করা আছে কিনা যা শুধুমাত্র বন্ধুদের কাছেই দেখা যাবে! যে কারনে এসব বলাঃ • Internet এর মাধ্যমে Campaign করতে হলে অবশ্যই উক্ত সংগঠন থেকে অনুমতি নিতে হয় যেটা কষ্টসাধ্য, সময় সাপেক্ষ এবং অর্থসাপেক্ষ। • দেশকে ভালবাসুন, তবে অতি মাত্রায় আবেগি হবেন না! • সতর্ক থাকুন আবার না যেন আমাদের এই গৌরবটি শেষ মুহুর্তে এসে যেন List থেকে Dropped হয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।