দ্রোহের আগুনে উঠুক জ্বলে উষর মরুর ধুসর বালি লিখছি যে তোর নাম হঠাৎ ঝড়ে চমকে উঠি তোকেই হারালাম । বালির কনায় ওলট পালট নাম হারিয়ে যায় তবুও যেন হৃদমাঝারে তোকেই খুঁজে পায় । চুপটি করে মেঘের মাঝে ভালবাসা রেখে আকাশ ,পাহাড়,হাওয়ার বুকে যাই যে তোকে ডেকে। গানেই ডাকি,সূরের পাখি প্রানের মাঝে আয় তানপুরাতে রাগরাগিনী লগ্ন বয়ে যায়। চাঁদের মায়া রাতের বুকে আমার মায়া তুই চুপটি করে আনমনে তাই তোর বুকেতেই রই। তোরও কি আজ মনটা পোড়ে চোখের কোনে জল উষর মরুর তপ্ত বুকে খুঁজিস জলের ছল? আমি তোকেই ভাবছি ভীষন আসবি কবে তুই তোকে ছাড়া আজ যে আমি খুব একেলাই রই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।