দুটি মনের ভালবাসার পরিনতি বিয়ে। অনেক পথ চলা হয়েছে আর পথের শেযে আজ দুটি সন্তান নিয়ে একটি সংসার। ছেলেটি খুবি আত্য নিরভর আর মেয়েটি তার উলটো। দুজনেই ভাল কাজ করে। সংসারে অভাব নেই।
ছেলেটি অনেক কস্ট করে আজ এখানে দারিয়েছে। প্রচন্ড বাস্তববাদী। সংস্কৃতিমনা এবং রবীন্দ্র প্রেমিক। মেয়েটি এর বিপরিত। দুজনের মাঝে
মানষিক ব্যবধান অ-নে-ক।
এতদিন এ ব্যবধান গুলি প্রকাস্যে কোনো সময্যা করেনি যেহেতু সংসারকে একটি সুন্দর অবস্থানে আনতে দুজনেই ব্যস্ত ছিল। আজ যেহেতু জীবনকে উপভোগ করার সময় এসেছে তাই সব ব্যবধানগুলি প্রকান্ড হয়ে দেখা দিয়েছে। আর যার পরিনতিতে প্রতিনিয়ত
হচ্ছে ঝগড়া। আর এর প্রভাব বাচ্চা দুটির উপরও পড়ছে। আজ ছেলেটি প্রায়ই আলাদা হওয়ার কথা ভাবে।
বাচ্চা দুটির কথা চিন্থা করে কিছুই করা হয়ে উঠেনা। দুজনেই প্রচন্ড মানষিক চাপে আছে। আর যার পরিনতিতে দুজনেরই শারিরিক অবস্হা ধীরে ধীরে খারাপ হচ্ছে। এই গল্পটির উপসংহার কি হওয়া উচিৎ? আপনাদের কাছে এই প্রস্নটি আমার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।