আমাদের কথা খুঁজে নিন

   

ভাবছি বসে

বলার মতো কিছু পাচ্ছি না।

আমড়া গাছের ঝোপের ভিতর টুনটুনি এক এসে বলে আমায় আছিস কেন চুপটি করে বসে অনেক ভেবে বললাম আমি জানিনা তো কিছু ভয় যেন আর ছাড়ছে নাতো আমার পিছু পিছু। হাসান আক্কাস ভোলা -আর সব নাম যাই ভুলে ওরা আবার আসবে কবে নিতে কাকে তুলে, পেপার পড়ি টিভি দেখি মনে পাইনা শান্তি সব সময় তাই আমার মনে থাকে শুধু কান্তি। একটা ফু চলে গেলে আরেক ফু আসে এদিক সেদিক যেদিক তাকাই ফু যেন সব ভাসে, তারপরেও বেঁচে আছি, বাঁচতে আরো চাই সেই ভাবনাই ভাবছি বসে টুনটুনিরে ভাই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।