ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ
আমাদের ডিপার্টমেন্টে যারা তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন,তাদের সাথে আমার বেশ ভালো সম্পর্ক।এদেরই একজন-রবি'দা।
কিছুদিন আগে ওনার নাতি হয়েছে।সেই খবর উনি যখন দিতে এসেছিলেন,সেদিন যে তিনি কী খুশি ছিলেন!
কাল অনেকদিন পর উনার সাথে দেখা।মুখে হাসি লেগে আছে,কিন্তু অন্যদিনের মতো সপ্রতিভ নয়।আমাকে দেখে বললেন-কেমন আছেন?
হেসে বললাম-এই তো! তা আপনার কী খবর,সব ভালো তো?
শুকনো হাসি হেসে রবি'দা বললেন,
''ভালো আছি বললে তো ভুল বলা হবে!যে বাজারে চালের চেয়ে আটার দাম বেশি,২কেজি আটা কিনতে লাগে ৭৫ টাকা,অন্যসবের কথা না হয় বাদই দিলাম-তাহলে ভালো থাকি কেমন করে?? ভালো থাকি বললে তো জোর করে মিথ্যেই বলা হবে!''
তার কথা শুনে কিছু বলার মতো খুঁজে পেলাম না।মাথা নেড়ে ওখান থেকে চলে এলাম।হাঁটতে হাঁটতে ভাবছি-
মধ্যবিত্ত পরিবারের এই আমিই কি রবি'দার এই উপলব্ধি থেকে প্রতিনিয়ত খুব বেশি দূরে থাকি??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।