আমাদের কথা খুঁজে নিন

   

দেশে এলো Acer এর Iconia টাচবুক! (গরম গরম প্রিভিউ)

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে... Acer বাজারে এনেছে ডুয়াল টাচপ্যাড সম্বৃদ্ধ Iconia টাচবুক। এতে আছে ডুয়াল ১৪" ইঞ্চি স্ক্রিণ, HD 1366x768 রেজ্যুলেশন যা কিনা Acer এর নতুন প্রযুক্তি CineCrystal যুক্ত LED-backlit TFT LCD. আইকনিয়া টাচবুক অল পয়েন্ট মাল্টি-টাচ সাপোর্টেড। এর ডিসপ্লে আল্ট্রা থিন গরিলা গ্লাস যুক্ত যা স্ক্র্যাচ এবং ফিঙ্গার প্রিন্ট রেসিস্ট্যান্ট। চলুন দেখে নেই আইকনিয়ার স্পেসিফিকেশনঃ * Intel Core i5-480M/560M/580M processor * Intel HD integrated graphics * 320GB of hard drive space (up to 750GB) * 4GB of DDR3 memory * 802.11 b/g/n Wi-Fi * Bluetooth 3.0 + HS * gigabit Ethernet * VGA/HDMI outputs * S/PDIF interface * 2 USB ports * one USB jack * built-in microphone * 10 finger multi-touch dual-screen * 2 x 14-inch displays with HD 1366×768 resolution * Acer CrystalEye webcam * Weight: 6.18 lbs আইকনিয়ায় আছে Acer রিং নামের একটি ফিচার, যা দ্বিতীয় টাচস্ক্রীণের ঠিক মাঝখানে টাচ করে চালু করা যাবে। এখানে ফেভারিট অ্যাপ্লিকেশান বা ফিচার্স অ্যাড করে রাখা যাবে।

আইকনিয়ার ভার্চুয়াল কিবোর্ড টি চালু করতে হলে দ্বিতীয় টাচস্ক্রীণে দুহাতের তালু স্পর্শ করাতে হবে। এটি আসল কিবোর্ডের মতই কাজ করবে। এছাড়া আছে সোশ্যাল জগার, মাই জার্নাল ও স্ক্র্যাপবুক নামের অ্যাপ্লিকেশান যা দিয়ে দৈনন্দিন বিভিন্ন কাজের তালিকা বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলোর আপডেট সহজে পাওয়া যাবে। আইকনিয়া টাচবুকের একটি ইউজার রিভিউঃ বাংলাদেশের বাজারে আইকনিয়া নিয়ে এসেছে ইটিএল (Executive Technologies Ltd). কিনতে চান? এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ৯৯,৮০০ টাকা। জিনিসটা নিয়ে আমার দারুণ আগ্রহ ছিল।

বাংলাদেশে এটি এসেছে জেনে পোস্ট না দিয়ে পারলাম না। আরো জানতে দেখুনঃ Acer এর অফিসিয়াল সাইট।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.