আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজে যেকোন নামে ফোল্ডার তৈরীর রহস্য ও সমাধান

আমি গান শুনতে ভালবাসি...... একটা গল্প দিয়ে শুরু করা যাক। ধরুন কেউ একজন আপনাকে মেইল করেছে। সেখানে বলা হয়েছে যে, আপনার পিসিতে আপনি যেকোন নামে ফোল্ডার তৈরী করতে পারবেননা। শুনতে অবিশ্বাস্য হলেও এটি এক রকম সত্যি। বলুনতো আপনি কি সাধারন ভাবে CON, PRN, AUX, CLOCK$, NUL, COM0, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9, LPT0, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, এবং LPT9 এধরনের নামে ফোল্ডার তৈরী করতে পেরেছেন ?? অনেকের উত্তর বলবেন হা, আর কেউবা বলবেন না।

কিন্তু জানা অজানা সকলের জন্য লিখিত এই পোষ্টে আপনাকে দেখানো হবে দুই ধরনের ওয়ে ফলো করে আপনি কিভাবে সব নামে ফোল্ডার খুলতে বা রিনেম করতে পারেন ০১. Alt ধরে 255 অথবা 0160 চাপুন ০২. কমান্ড প্রম্পটে কমান্ডের মাধ্যমে উপোরোক্ত নামে ফোল্ডার না হবার কারনঃ উইকিপিডিয়া ও মাক্রোসফটের তথ্যমতে উইন্ডোজ ও ডসের জন্য সংরক্ষিত কিছু ফাইল নেম আছে যার কারনে সাধারন ভাবে ইউজার ক্রিয়েট করতে পারেননা। তাই বিশেষ কিছু ট্রিক্স প্রয়োগ করে আপনাকে সেই কাজটাও সমাধা করতে পারেন। ০১. শর্টকাট চেপেঃ ধরুন আপনি যেকোন একটা ফোল্ডারের নাম দিতে যাচ্ছে উপরের যেকোন একটা নামে, যেমনঃ AUX. তো আপনাকে যা করতে হবে নিউ ফোল্ডার তৈরী করে বা রিনেম এ গিয়ে পুরো নাম সিলেক্ট করে ডিলেট করবেন। তারপর ALT ধরে 255 বা ALT ধরে 0160 তে চাপুন। এখন আপনার পছন্দসই যেকোন নাম দিন।

ব্যাস কেল্লা ফতেহ ০২. কমান্ড এর মাধ্যমেঃ STRAT থেকে RUN এ গিয়ে CMD লিখে নিন। অতঃপর লিখুন md \\.\\আপনার কাঙ্খিত ফোল্ডার লোকেশান যেমনঃ d (অবশ্যই C ড্রাইভ ব্যতিত) \AUX যেমনঃ MD \\.\D:\AUX আর যেটা আপনি কমানন্ডের মাধ্যমে তৈরী করেছেন তা কিন্তু সাধারনভাবে ডিলেট করতে পারবেননা। তাই ডিলেট করতে যে কমান্ড ব্যবহার করতে হবে STRAT থেকে RUN এ গিয়ে CMD লিখে নিন। তারপর rd \\.\\আপনার তৈরীকৃত ফোল্ডার লোকেশান যেমনঃ d \AUX যেমনঃ RD \\.\D:\AUX ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.