আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজে PRNফোল্ডার তৈরী

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ মুক্তি সেখানে অসম্ভব

হয়ত অনেকে জানেন আবার হয়ত অনেকেই জানেন না। যারা জানেন না পোষ্ট টি তাদের জন্য আমরা উইন্ডোজে অনেকেই অনেক নামে ফোল্ডার তৈরি করি , সকল নামেই কি আমরা ফোল্ডার তৈরি করতে পারি ? দেখুন তো চেষ্টা করে এই নামে ফোল্ডার তৈরি করতে পারেন কিনা CON, PRN, AUX, CLOCK$, NUL, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, LPT9 পারছেন না তাই না ? এগুলো হচ্ছে ডসের রিসার্ভ কি-ওয়ার্ড। যেমন CON--CONSOLE PRN--PRINTER LPT1--LINE PRINTER 1 ইত্যাদি ধরুন আপনি যখন প্রিন্ট কমান্ড দিলেন তখন উইন্ডোজ আপনার প্রিন্ট ডাটা গুলো টেম্পোরারি PRN নামে একটা ফোল্ডারে জমা রাখে , আপনি যদি PRN নামে একটা ফোল্ডার তৈরি করে তাহলে উইন্ডোজ কনফিউজড হয়ে যাবে কোন ফোল্ডার টা ব্যব হার করবে সে ? এই জন্যে এইসব নামে কোন ফোল্ডার তৈরি করা যায় না। তাহলে কি আমরা এই নামে ফোল্ডার তৈরি করতে পারব না ? হ্যা পারব। command prompt খুলুন টাইপ করুন md \\.\c:\PRN ব্যস কেল্লাফতে কিভাবে হল ? ইউএনসি পাথ ব্যব হার করে । নতুন একটি রিমোট হোস্ট তৈরি করে সেখানে একটা শেয়ারফোল্ডারে PRN নামের ফোল্ডার তৈরি করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.