জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ মুক্তি সেখানে অসম্ভব
সবার নিশ্চয়ই শিরোনাম দেখেই মেজাজ খারাপ হয়ে গেছে ।
ফোল্ডার হিডেন করা , এ আর এমন কি
ফোল্ডারের উপর রাইট ক্লিক করে প্রোপার্টিজে গিয়ে হিডেন অপশনে টিক দিয়ে দিলেই তো হয়ে গেল।
লাভ কি তাতে ?
ফোল্ডার অপশন থেকে শো হিডেন ফোল্ডারে টিক দিলেই তো সব হিডেন ফোল্ডার শো হয়ে যায়
আবার এ্যাডভান্স সার্চ দিলেই তো সব হিডেন ফোল্ডার চলে আসবে
কম্পিউটারে কত গুরুত্বপূর্ন পার্সোনাল জিনিস থাকে
এইসব গুরুত্বপূর্ন জিনিস এইভাবে হিডেন করলে লাভের লাভ তো কিছুই হবে না।
তার চেয়ে বরং আসেন আমরা অন্য একটা উপায়ে ফোল্ডার হিডেন করার চেষ্টা করি---
>>একটা ফোল্ডার তৈরি করুন ( ধরা যাক ফোল্ডারটি সি ড্রাইভে তৈরি করা হয়েছে ) যেটা হিডেন করতে চান।
>>command prompt খুলুন
>>টাইপ করুন attrib +s +h C:\FolderName
শেষ.।
FolderName নামক ফোল্ডার টা হিডেন হয়ে গেছে।
[ এখানে বুঝতেই পারছেন শেষের অংশটুকু ফোল্ডারে লোকেশন। এখানে ধরে নেয়া হয়েছে নতুন ফোল্ডারের নাম FolderName এবং এটি C ড্রাইভে আছে । আপনি আপনার ফোল্ডারের লোকেশন এবং নাম এখানে বসাবেন। ]
অবশ্যই যা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফোল্ডারের লোকেশন
ভুলে গেলে আপনার সেই গুরুত্ব পূর্ন ফোল্ডারটিও পাবেন না।
এখন প্রশ্ন হচ্ছে সেই হিডেন ফোল্ডার টিকে ভিজিবল করবেন কিভাবে ?
খুব সহজ
command prompt খুলুন
attrib -s -h C:\FolderName
এখন আপনার কম্পিউটারটি আপনার ছোট ভাই অথবা বন্ধুদের কাছ থেকে নিরাপদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।