আমাদের কথা খুঁজে নিন

   

লেবু ...

Ami odvut and ami real matal na.kobitai matal. সেদিন গোধূলী লগনে-বৃক্ষ থেকে লেবু পাড়ার সময়, আমার হাতের মধ্যমায় যখন কাঁটা ফুঁটল, তোমার লাল মুখ ফ্যাকাসে হয়ে-হল বিবর্ণ । আমার হাতের মধ্যমা তোমার কোমল হাতে নিয়ে, ...আমার কাঁটা ফুটা মধ্যমায়, তুমি করলে গাঢ় চুম্বন। যেন তুমি এখনি দূর করবে,দেবী হবে- মুছে দিবে,আমার জীবনের সব ব্যাথা। হাতের রক্ত যখন থেমে গেল,তোমার মুখের শ্রী এল, তারপর,তোমার নয়ন বেয়ে সব রাগ পড়ল- সদ্য বৃক্ষ থেকে পাড়া লেবুতে। তুমি বাঘিনীর মত থাবা দিয়ে- আমার হাত থেকে কেড়ে নিলে সে লেবু। ছুঁড়ে মাড়লে,যত দূরে ছুঁড়ে দেওয়া যায়- কষ্টকে, ঘৃণাকে, তোমার প্রিয় লেবুটাকে। আমি তোমার কোমল হাতে,হাত রেখে, মৃদু হেঁসে বললাম, লেবুর কি দোষ? তোমার স্বচ্ছ দুনয়ন করুণ করে- আমায় বললে, খুব লেগেছে বুঝি? তুমি আজ বহুদূরে,আমার বৃত্তের বাইরে। তোমায় আজ খুব বলতে ইচ্ছে হয়, কাঁটার ব্যাথার চেয়ে-আজ বেশি ব্যাথা জাগে, যখন মনে পড়ে,আমার হাতের মধ্যমায়- তোমার ভালোবাসা জড়ানো-গাঢ় চুম্বন। তুমি জানলে হয়ত অবাক হবে- তোমার ছুঁড়ে ফেলা লেবু- আমি কুঁড়িয়ে রেখেছি- যা শুকিয়ে গেছে,এ হৃদয়য়ের মতন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।