আমাদের কথা খুঁজে নিন

   

লেবু: পাবলো নেরুদা

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
লেবু লেবু ফুল থেকে ঢিলেঢালা ভাবে জ্যোস্নায়, প্রেমের সুদৃঢ় তৃষ্ণার সারৎসার, গন্ধে পরিপূর্ন, লেবু গাছের হলদে উত্থান, লেবুগুলো গাছের কৃত্রিমভবন থেকে নিচের দিকে নড়ছে সংবেদনশীল বানিজ্য! বন্দর এ নিয়ে বৃহৎ বাজার আলোর জন্য ও বর্বর স্বর্ণের জন্য। আমরা অলৌকিকের অর্ধেকটা খুলি, আর, নোনা স্তরের কিনারে জমাট এসিড: সৃষ্টির আদি রস, বিস্ময়কর, অপরিবর্তনীয়, জীবন্ত: কাজেই সজীবতা একটি লেবুর ভিতরে থাকে বেঁচে, খোলশের মিষ্টিগন্ধী আড়তে অনুপাত, অবোধ্য আর কটূ। লেবু কাটতে চাকু একটি ছোট গির্জে রেখে যায়: কুঞ্জকুঠিরগুলি চোখে আন্দাজহীন যা খোলে নোনতা কাচ আলোর দিকে: পোখরাজ ছোট বিন্দুর ওপর উঠছে, বেদিগুলি, সুগন্ধী তোরণ। কাজেই, হাত যখন কাটা লেবু ধরে, অর্ধ-পৃথিবী চামচের ওপর, ব্রহ্মান্ডের স্বর্ন উৎসারিত তোমার স্পর্শে: এক কাপ হলুদ অলৌকিকতায়, একটি স্তন ও স্তনবৃন্ত পৃথিবীকে সুগন্ধে ভরাচ্ছে; ফল উৎপাদনের জোয়ার একটি গ্রহের ছোট আগুন। A Lemon Out of lemon flowers loosed on the moonlight, love's lashed and insatiable essences, sodden with fragrance, the lemon tree's yellow emerges, the lemons move down from the tree's planetarium Delicate merchandise! The harbors are big with it- bazaars for the light and the barbarous gold. We open the halves of a miracle, and a clotting of acids brims into the starry divisions: creation's original juices, irreducible, changeless, alive: so the freshness lives on in a lemon, in the sweet-smelling house of the rind, the proportions, arcane and acerb. Cutting the lemon the knife leaves a little cathedral: alcoves unguessed by the eye that open acidulous glass to the light; topazes riding the droplets, altars, aromatic facades. So, while the hand holds the cut of the lemon, half a world on a trencher, the gold of the universe wells to your touch: a cup yellow with miracles, a breast and a nipple perfuming the earth; a flashing made fruitage, the diminutive fire of a planet.
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।