আমাদের কথা খুঁজে নিন

   

মসজিদ আল-আকসা: ইহুদী চক্রান্ত থেকে সাবধান!

মসজিদ আল-আকসা হলো মুসলমানদের প্রথম ক্বিবলা। ইসলামে সালাত ফরজ হওয়ার পর প্রথম ১৭ মাস আল-আকসার দিকেই মুখ করে সালাত আদায় করা হয়। ‘আকসা’ শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী’। মসজিদ আল-আকসার শাব্দিক অর্থ হচ্ছে দূরবর্তী মসজিদ। মক্কা শরীফ-এর মসজিদ আল-হারাম থেকে পবিত্র মিরাজ শরীফ-এর সূচনা হয়।

সে উপলক্ষে কুরআন শরীফ-এর সূরা ইসরা’য় মসজিদ আল-আকসা’ শব্দটি উল্লেখিত। আগে এর নাম ছিল বাইতুল মুকাদ্দাস। অত:পর এই মসজিদের নামকরণ হয় মসজিদ আল-আকসা’। আল-আকসা’র অপর গুরুত্ব হলো এটি মুসলিমদের নিকট তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। আল-আকসার অনেক ফযিলত হাদীস শরীফ-এ বর্ণিত আছে।

হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন বলেন, কোন ব্যক্তি যদি ঘরে নামায পড়ে তবে তার এক নামাযে- এক হাজার সওয়াব পাবে। আর যদি পাঞ্জেগানা মসজিদে নামায পড়ে তবে এক নামাযে- পঁচিশ নামাযের সওয়াব পাবে। আর যদি জুমুয়ার মসজিদে এক নামায পড়ে তবে পাঁচশ’ নামাযের সওয়াব পাবে আর যদি মসজিদুল আক্বসায় পড়ে তবে পঞ্চাশ হাজার নামাযের সওয়াব পাবে। আর মসজিদুন নববী শরীফ-এ এক নামায পড়ে তবেও পঞ্চাশ হাজার নামাযের সওয়াব পাবে। আর যদি ক্বাবা শরীফ-এ এক নামায পড়ে তবে এক লাখ নামাযের সওয়াব পাবে।

(ইবনে মাজাহ, মিশকাত শরীফ) বর্তমানে আল-আকসা নিয়ে মুসলিমদের মধ্যে একটি অসচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। আর তা হলো, যে ছবিটি আল-আকসা মসজিদের ছবি হিসেবে প্রকাশিত হয় তা প্রকৃতপক্ষে আল-আকসা মসজিদের ছবি নয় বরং এটি কুব্বাতুল সাখরা। কুব্বাতুল সাখরা হলো মসজিদ আল-আকসা কমপ্লেক্সের মধ্যে অবস্থিত একটি গম্বুজের নাম। কুব্বাত-এর শাব্দিক অর্থ হলো গম্বুজ আর সাখরা হলো পাথরখন্ড। এর ইংরেজি নাম ‘Dome of the Rock’ অর্থাৎ পাথরখন্ডের গম্বুজ।

‘ডোম অব দি রক’ এবং মসজিদ আল-আকসা’ এক স্থাপনা নয় এবং তাদের মধ্যে অবস্থাগত পার্থক্য যেমন রয়েছে তেমনি রয়েছে ধর্মীয় গুরুত্বের দিক দিয়েও বিস্তর পার্থক্য। বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন তাদের ইসলামী বিশ্বকোষে কুব্বাতুল সাখরা’ বা ডোম অব দি রক’-এর ছবি ছাপিয়ে তার নিচে ক্যাপশন দিয়েছে মসজিদ আল-আকসা’। এছাড়া ইরানের শিয়ারা প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে মসজিদ আল-আকসার মুক্তির লক্ষ্যে যে আল- কুদস’ দিবস পালন করে থাকে এবং তাতে যে পেপার ওয়ার্ক উপস্থাপন করে, সেগুলোতে ডোম অব দি রক’-এর ছবিই ছাপা হয়। এছাড়া মসজিদ আল-আকসা সংক্রান্ত লেখালেখি, পত্র-পত্রিকা, ক্যালেন্ডার, লিফলেট, মুদ্রা ইত্যাদিতে ডোম অব দি রক’-এর ছবিই অধিক গুরুত্বের সাথে উপস্থাপিত হতে প্রায়শই দেখা যায়। তাতে সাধারণ বা অসাধারণ সকল মুসলিমের মধ্যে এরূপ ধারণা বদ্ধমূল হচ্ছে যে, ডোম অব দি রক’-এর ছবিটিই মসজিদ আল-আকসা’র ছবি।

এভাবে আজ মুসলিম সমাজ মসজিদ আল-আকসার ব্যাপারে ইহুদীদের উদ্দেশ্যমূলক প্রচারণায় বিভ্রান্ত হয়ে পড়ছে। আর এটা আমাদের অসচেতন মানসিকতার প্রকট একটি উদাহরণ মসজিদ আল-আকসা মসজিদ আস সাখরা (Dome of the Rock) একসাথে দেখুন মসজিদ আল-আকসা-এর আরো কিছু ছবি ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.