আকাশ যখন রোদ ঝলমল হাওয়ায় ফুলের ঘ্রান বিলেত জুড়ে বইছে তখন খুশীর ঝড় তুফান আহা বইছে খুশীর বান রাজপ্রাসাদে লাল সেপাহী গাইছে নতুন গান আহা গাইছে নতুন গান । রাজপুত্রের জন্ম দিলেন কেইট মিডিলস্টন আনন্দ উৎসবে মেতে উঠেছে লন্ডন আহা উঠেছে লন্ডন । বাবা হলেন আজ ডায়ানার ছেলে উইলিয়াম নতুন আলোয় জাগলো আবার প্যালেস বাকিংহাম আহা প্যালেস বাকিংহাম । তা ধিন ধিন তা ধিন তাকডুমা ডুম ডুম এলিজাবেথ রানী দিলেন রাজকপালে চুম আহা পড়লো খুশির ধুম আহা পড়লো খুশীর ধুম । এই খবরে শহর জুড়ে উঠলো বাতি জ্বলে আলোর জ্যোতি পড়লো এসে টেমস নদীর জলে আহা টেমস নদীর জলে ঘোলা টেমস নদীর জলে । লন্ডনআই, বিগবেন আর নদীর কলতান তুল্লো সবে সমস্বরে সুখের ঐকতান আহা সুখের ঐকতান নেচে উঠলো কোটি প্রাণ । সুখবরে ঘরে ঘরে বইছে সুরগীতি দিচ্ছে সবে রাজশিশুকে শুভেচ্ছা আর প্রীতি আহা বইছে সুরগীতি । রাজবংশের হবু রাজার দেখতে চন্দ্রমুখ বৃটেনবাসী হয়ে আছে সকলে উন্মুখ বলছে সকল লোক আহা দেখবো কখন মুখ। একদিন যে করবে আলো বৃটিশ সিংহাসন সোনার বৃটিশ সিংহাসন তাকে জানাই এই ভুবনে সাদর সম্ভাষন জানাই সাদর সম্ভাষন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।