আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চা ভয়ংকর, কাচ্চা ভয়ংকর। গা শিউরে উঠার মত আজকের দুটি ঘটনা।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ ১) সাত বছরের আমেরিকান শিশু ২০ মাইল গাড়ি ড্রাইভ করল বাবার নিকট যাবার জন্যে। ট্রাফিক ছুটল পিছু পিছু। ২) তিনবছরের চাইনিজ শিশু উচু দালানের বেলাকনি থেকে পরে গিয়ে এসিবক্সে ঝুলে থেকে প্রাণে বেচেঁ গেল। ১) প্রথম ঘটনা ঘটে আমেরিকার মিসিগান শহড়ে।

সেখানে ছেলেটির মা কাজ করত নাইট শিফটে। কিন্তু ছেলেটি বাবার জন্য কাঁদতে ছিল। কিছুক্ষন পরে দেখে ছেলে নাই। মা তার চিন্তিতি হয়ে পরে। এদিক বাচ্চা ভয়ংকর গাড়ি নিয়ে বেরিয়ে পরে মেইন রাস্তায়।

জনৈক ব্যাক্তি সাতবছরের শিশুকে ড্রাইভ করতে দেখে দ্রুত পুলিশে জানায়। পুলিশও মুহুর্তের মধ্যে পিছু নেয় ছেলের গাড়িটির। কিন্তু ছেলেটি কিছুতেই গাড়ি থামায় না। সব ধরনের ট্রাফিক সিগনাল অমান্য করে ছুটে চলে সামনের দিকে। পুলিশ অফিসার, 'ল্যারম্যান' এর ভাষ্য মতে ছেলেটি কখনো কখনো ৫০ কি.মি. বেগে গাড়ি চালাতে থাকে।

আমরা শত সিগন্যাল দেয়া সত্বেও সে গাড়ো থামায় নি, শুধু কাঁদতে কাদদতে বলেতে থাকে বাবার নিকট যাব, বাবার নিকট যাব। অফিসার ছেলেটির প্রশংসা করে বলেন, আমরা খুবই খুশি যে ছেলেটো কাউকে আঘাত করেনি, এবং নিজেও কোন আঘাত পায় নি। প্রেস কনফারেন্সে তিনি হাসঁতে হাসঁতে বলেন, তবে সে কোন ট্রাফিক সিগনালও মানে নি। ;( ২) নাটকিয় ভাবে বেচেঁ গেল তিনবছরের এক চাইনিজ শিশু। একটু উচু দালানের বেলাকনি থেকে পরে যায় শিশুটি।

এবং তাদের ঠিক নিচতলার এয়ারকন্ডিশন এর ফাকা যায়গায় আটকে পারে চিৎকার করতে থাকে, সাথে সাথে আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.