আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেট আসক্তি নিরাময়কেন্দ্র!

www.pricebazar.com অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের আসক্তি কমাতে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছে নিরাময়কেন্দ্র। 'সেভ ব্রেইন ক্লিনিক' নামের এ ইন্টারনেট আসক্তি নিরাময়কেন্দ্রে ইতিমধ্যে বেশ কয়েকজন যুবকের চিকিৎসা চলছে। কেন্দ্রটি মূলত সিউলের গংজু ন্যাশনাল হসপিটালেরই একটি শাখা। ক্লিনিকটির প্রধান লি জাওন জানান, অতিরিক্ত ইন্টারনেট আসক্তি মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এ আসক্তি মাত্রা ছাড়ানোর আগেই অভিভাবকদের উচিত তাঁদের সন্তানকে হাসপাতালে নিয়ে আসা।

ইন্টারনেট আসক্তি কমানোর জন্য যে চিকিৎসা দেওয়া হচ্ছে, এটি পুরোপুরিই বিজ্ঞানসম্মত বলে জানান লি জাওন। নিরাময়কেন্দ্রটিতে একেকজনের পাঁচ সপ্তাহের চিকিৎসার জন্য খরচ ৫৮৫ ডলার। কোরিয়ার পরিবার মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ২০ লাখ ইন্টারনেট আসক্ত রয়েছে। এর মধ্যে প্রায় ৯ লাখ আসক্তের বয়স ৯ থেকে ১৯ বছরের মধ্যে। যাদের দিনের বেশির ভাগ সময়ই কাটে ইন্টারনেট ব্রাউজ করে।

অভিভাবকসহ দেশটির সরকারও উদ্বিগ্ন এসব যুবকের ভবিষ্যৎ নিয়ে। ইন্টারনেটের প্রতি এ ধরনের আসক্তি অনেককেই অসুস্থতার পর্যায়ে নিয়ে গেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.