আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড়ে সাম্প্রদায়িক দাঙা ঘটাতে জামাত শিবির সর্বদা তৎপর ছিল

৭১ এর চেতনা বুকে জ্বলছে অবিরত নেতৃত্বের দ্বন্দ্বে পার্বত্য সম অধিকার আন্দোলনের পর এবার ভেঙে গেল পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। এই সংগঠনের ব্যানারের অন্তরালে ছাত্র শিবির আদিবাসীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘৃনা ও দাঙ্গার মতো মানবতা বিরোধী কার্যকলাপ চালিয়ে আসলেও সংগঠনের ভিতরের গ্রুপিং এই তিক্ত সত্যতাকে সবার সামনে আবার তুলে ধরেছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি শনিবার এবং সাধারণ সম্পাদক শুক্রবার তাদের নিজস্ব পছন্দের লোক দিয়ে দুটি আলাদা কমিটি গঠন করেন। নেতৃত্বের দ্বন্দ্বে মূলত দুটি আলাদা কমিটি গঠনের মাধ্যমে বাঙালি ছাত্র পরিষদ ভেঙে গেছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ অভিযোগ করেন, সংগঠনটি গঠিত হওয়ার ২০ বছরের আন্দোলন-সংগ্রামের ইতিহাসে কখনো জামাত-শিবিরের গণ্ডি থেকে বের হতে পারেনি।

বিভিন্ন সময় সংগঠনের উচ্চ পদগুলোতে দলনিরপেক্ষ ব্যাক্তিদের আসীন হওয়ার সুযোগ ছিল না। ক্ষমতা কুক্ষিগত করে আগের কমিটিগুলো জামাত-শিবিরের জন্য বরাদ্দ করে রাখা হতো। যতবারই যে কেউ প্রতিবাদ করত, তাকে নানা অজুহাতে সংগঠন থেকে বহিষ্কার করা হতো বলে অভিযোগ করেন আবদুল্লাহ আল মাসুদ। তিনি বলেন, “এতদিন ধরে জামাত শিবিরের এজেনডা বাস্তবায়নের স্বার্থে সংগঠনটি ব্যবহৃত হতো বলে কোনো আন্দোলন সফল হতো না। ” এসব দাবি করে শুক্রবার ২০১১ এবং ২০১২ সালের জন্য এম এ হান্নানকে সভাপতি, নাজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং উজ্জ্বল পালকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন আবদুল্লাহ আল মাসুদ।

অন্যদিকে, ছাত্র শিবির বলয়ের লোকেরা আবদুল মান্নানকে সভাপতি, মো. সেলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মো. আলমগীরকে সাংগঠনিক সম্পাদক করে ২০১১ সালের জন্য ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ পাল্টা জেলা কমিটি ঘোষণা করেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলমগীর কবির। এ সময় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ এবং জেলা কমিটির আহবায়ক শাহজাহানকে সংগঠন থেকে বহিষ্কার করেন তিনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.