প্রিয় সামুর বন্বুরা আসা করি আপনারা সবাই ভাল আছেন । সত্য বলতে কী আমি একজন নিয়মিত BLOG WRITER নই। কেন জানি আজ মন বলছে কিছু লিখি। ভাবতে ভাবতে স্বির করলাম BANGLADESH সম্বন্বে কিছু লিখি। তাই আমার টইটেল আপনার কী অভিমত?
BANGLADESH এমন একটা দেশ যেখানে ROAD ACCIDENT নতুন কিছুই নয় ।
প্রতি নিয়ত হাজার হাজর মানুষ মরা যাচ্বে। এখানে শুধু একজন মানুষ মারা জাছ্বে না । মারা জাচ্বে একটি পরিবার। যে খানে আছে আরো কিছু মানুষ । যদি কোন পরিবারের কোন ছেলে মারা যায় ।
সেই শধু মাএ কাজ করে আর অন্য সবাই তার উপর নিভর করে চলে তাহলে সেই পরিবারের কী হয় ?কখনো কী ভেবেছেন । এজন্যই বলি যারা গাড়ি চালান দয়া করে একটু সবধানে চালান। ROAD ACCIDENT বন্ব করি সুন্বর একটি দেশ গড়ি.......।
যদি আপনাদের অভিমত আমার সাথে একমত হয় তাহলে হ্যা বলুন ।
আর যদি না হয় তহলে আপনাদের বিবেকের কাছে জিগ্বাসা করুন...।
< ধন্যবাদ >
ভুল হলে ক্ষমার চোখে দেখবেন............ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।