আমাদের কথা খুঁজে নিন

   

সবাকের বিদায় এবং আমার কিছু কথা।

"কালচার মিডিয়া" লিচুগাছের একমাত্র শাখা। ব্লগে এসে অনেক শিক্ষণীয় বিষয় যেমন অর্জন করেছি তেমনি খারাপও কম করিনি। ব্লগের অন্যতম কুখ্যাত একজন মানুষ হল আরিফুর। সাধারন ব্লগারের উস্ঠালাথি খেয়ে সে এখন আর নিজ নামে আসেনা। আরেক কুখ্যাত হল আচিপ।

পুরাই আবাল। যে কোন সময় ধরা খাবে নিশ্চিত। সবাকের ভিতর কি প্রতিভা আছে তা একদিন এক লোক থেকে শুনে থ খেয়েছিলাম। যাক সে কথা। আমি তখন সবে নতুন ব্লগে এসেছি তেমন কিছু জানতাম না।

একদিন তারেক জিয়া নিয়ে একটা লেখা দিলাম হেডিং ছিল "তারেক জিয়া অপরাধী হবার আগে তাকে কেন চোর বলা হচ্ছে, তাহলে কি শেখ হাসিনাও চোর??" সেখানে প্রথমে আমাকে নাহোল নামে এক ছেলে এসে গালি দিল। এরপর কালিদাস, চিন্তিত তাপস পাল, গ্রাউন্ড ফ্লোর। তাদের গালি অবশ্য আমাকে ছিলনা তারেক জিয়াকে ছিল। আমিও তখন শিশুসুলভ জবাব দিচ্চিলাম। হটাত আচিপ কুত্তাটা এসে আমাকে আমার মা-বাপ তুলে গালি দিল।

আমি তাকে এর কারন জিজ্ঞাসা করলে সে আমাকে যা তা বলল। এরপর সবাক এসে আমাকে একেবারে জগন্য গালি দিল। আমার এক বন্ধু বাল্যকাল থেকে ভয়ংকর কুজারা। গালাগালির উস্তাদ। তার সাহাজ্য কিছু গালি শিখলাম এদের মোকাবেলা করতে।

শুরু হল গালাগালির জীবন। আর পিছনে তাকাতে হয়নি। জীবনে যে গালি শুনলে নিজের কান চাপা দিতাম সে গালি নিজে দেয়া শুরু করলাম। উপহার সরূপ একচোখা সামু সবাকের কমেন্ট মুছে আমাকে ব্যান করলো। এরপর ৩ টা নিক শুধু আচিপ আর সবাকের গালির জবাব দিতে ব্যান হয়।

তবে এখন আর আগের মত দিইনা। আমার ব্লগ হেডিং এ গালাগালি কামানোর ঘোষণা আছে। আজকে দেখলাম সবাক ব্লগে গালাগালির ব্যাপারে দুঃখ প্রকাশ করে একটা লেখা দিয়েছে এবং ব্লগ থেকে সাময়িক বিদায়ের কথাও বলেছে। ভাল তবে সে রিভার্সের জন্য বিখ্যাত। সুতারাং পোস্ট খানা রিভার্স মনে না হলেও তার জন্য শুভকামনা থাকলো।

তবে তার সাথে চলতে গিয়ে অারো যেই দুই গালিবিদ (রাজ-রাজি) এর জন্ম তাদেরও কিছু শিখাতে বলবো। শুভ হোক সোনালী দিনের ব্লগযাত্রা। গালিবাজ নিপাত যাক সামুব্লগ মুক্তিপাক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.