ঘুমাচ্ছি, ডিস্টার্ব করবেননা।
সবাক ভাইডি, আপনি ব্লগে ৬ মাস মাত্র। তাই আগের খবর কিছুই জানেননা। জানলে এরকম পোস্ট দিতেননা। দয়া করে ২০০৭ সালের আগে বা ২০০৭- সালের প্রথমদিকের ব্লগলেখাগুলো পড়ুন।
কোন জামাতি যদি বলে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ২৬হাজার, তাকে আপনি ১বার তথ্য দিয়ে বুঝাতে পারবেন, ২বার বুঝালেন। এরপরে যদি সেই একই জামাতি আবার একই পোস্ট দেয়, অন্য জামাতিরাও বারবার একই পোস্ট দেয় , তো আপনিই বলেন তো "চুদমারানির বাচ্চা" না বলে তাদেরকে কি জামাইআদর করতে হবে? এই "চুদমারানির বাচ্চা" বলার পর যদি কোন সুশীলের "রুচিতে" লাগে সেটার জন্য এ-টীম দায়ী?
এ-টিমের মেম্বার কিন্তু ৪/৫ জন না। ব্লগের যেকেউ জামাতি-ড়াজাকার বিরোধী আর সুশীলদের ভন্ডামীর বিরোধী হলেই সেই এ-টিমের মেম্বার। আপনি খেয়াল করে বলেন তো দেখি আপনার ৬ মাস ব্লগিং সময়ের মধ্যে কোন সৃজনশীল ব্লগার এ-টিমের অত্যাচারে ব্লগে টিকতে পারতেছেনা? লোলকে লোল বললে যদি তার সাহিত্যপ্রতিভায় ব্যত্যয় ঘটে তাতে কি সত্যি কথাই বলা যাবেনা? এমন ১জন সৃজনশীল-ননজামাতি ব্লগারের নাম বলেন তো যে এ-টীমের সংঘবদ্ধ আক্রমণের জন্য ব্লগে টিকতে পারতেছেনা? (লোলপুরুষের কথা বলবেননা। )
এ-টীম নিয়ে ১টা বিষয় পরিষ্কার করা দরকার সেটা হল এ-টীমের কমন এজেন্ডা শুধুমাত্র ছাগু-তাড়ানো।
অন্য সব বিষয়ে তারা সবাই স্বাধীন এবং নিজ নিজ মতামত বা কর্মের জন্য নিজেরাই দায়ী। এ-টীমের কোন মেম্বারের সাথে অন্য কারো ব্যক্তিগত ভুল বুঝাবুঝি থাকতে পারে, তাতে সম্পূর্ণ এ-টীমকে দায়ী করাটা নিশ্চয়ই সুবুদ্ধির লক্ষণ নয়।
একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ব্লগে কিছুদিন আগেই আমারব্লগে "আরিফুর রহমান" নিয়ে নাস্তিক-আস্তিকদের ক্যাচাল হয়েছিল সেটা নিশ্চয়ই মনে আছে। আমি নিজেও সেই ক্যাচালে জড়িয়ে গিয়েছিলাম।
রাশুদা, এস্কিমোভাই, আরাশিবদ্দা, মুকুলভাই, বিবর্তনবাদী সবাই জড়িত ছিল। সেখানে কিন্তু এ-টীমের মেম্বাররা অরপি আর হোসেনভাই নাস্তিক সুশীলদের ভন্ডামী ধরায়া দিছিল। একইভাবে আইজুদা কিন্তু প্রকাশ্য না বললেও মোটামোটি নাস্তিকদের পক্ষেই ছিল। হট্টগোল, গন্ডুকে যদি এ-টীমের মেম্বার বলেন তারা আবার আমি, রাশুদা, মুকুলভাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এরকম আরো অনেক উদাহরণ পাওয়া যাবে যেখানে এ-টীমের মেম্বাররা কোন ইউনিফায়েড পজিশনে ছিলনা।
এখানে যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এ-টীমের মেম্বাররা শুধুমাত্র ছাগু-তাড়ানিতে আর সুশীল-ভন্ডদের মুখোশ খোলাতে একসাথে থাকে। অন্য যেকোন বিষয়ে তাদের নিজস্ব দৃষ্টিভংগী আছে আর বেশিরভাগ ক্ষেত্রেই স্বভাবতই তাদের নিজেদের মধ্যেও দৃষ্টিভংগিগত পার্থক্য আছে। তাই এ-টীমের কোন নির্দিষ্ট মেম্বারের ব্যক্তিগত কার্যকলাপের জন্য সবাইকে দায়ী করাটা নিতান্তই বোকামী। তাছাড়া এ-টীম প্রথমদিকে কয়েকজন মেম্বারকে নিয়ে শুরু হলেও পরবর্তীতে যেকেউ যদি জামাতিছাগু আর সুশীলভন্ডদের বিরুদ্ধে বলে তাকেই এ-টীমের মেম্বার হিসেবে ধরে নেয়া হয়। সে হিসেবে আপনি নিজেও একজন এ-টীম সদস্য।
উল্লেখ্য আমি নিজে এ-টীমের কোন মেম্বার না। তবে এ-টীমের চেতনার সাথে সবসময়ই আছি। তবে ব্লগের প্রথমদিকে জামাতিদের লাফানো দেখেছি আর তাই জানি এ-টীম তখন কত গুরুত্বপূর্ণ ছিল। এ-টীমের সদস্যদের সাথে আমার দহরম-মহরম সম্পর্কও নেই। তাদের কারো সাথেই আমার কোন ব্যক্তিগত যোগাযোগ নেই।
বরং এ-টিমের অন্তত ১/২ জনের কাজকর্ম আমার ভাল লাগেনা। কিন্তু সম্পূর্ণ এ-টিমকে কোন ব্যক্তিগত ঝগড়ার জন্য দোষারোপ করাটা আমার মনে হয় বিরাট ভুল।
তবে পোস্টটা দেওয়াতে আপনাকে আমি ধন্যবাদ জানাব এজন্য যে এসব বিষয়গুলো সবার সামনে পরিষ্কার হওয়া উচিৎ। কিন্তু আপনি যদি মন্তব্য মডারেট করেন তাহলে তো সুস্থ তর্ক করাটাও সম্ভব না। আপনাকে যদি এ-টীমের কেউ গালিগালাজ করে তাহলে আপনার পোস্টের যৌক্তিকতাই তো প্রকাশ পাবে।
তাই আপনাকে অনুরোধ করব মন্তব্য মডারেট না করার জন্য। মন্তব্য মডারেট করে তারাই যারা তাদের লেখা বা মতামত নিয়ে কনফিডেন্ট না। দ্বার বন্ধ করে ভ্রমটারে রুখলে সত্য ঢুকার তো জায়গা থাকবেনা
//
নরাধম ওরফে হ্যারি সেলডন ওরফে কুম্ভকর্ণ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।