মিথ্যার চেয়ে সত্য বলা কঠিন। এই কঠিন কাজটিই করে যাচ্ছি এবং যাবো
পোষ্টের প্রথমেই বলে নিচ্ছি ব্লগার সবাকের প্রতি কোন ব্যক্তিগত আক্রোশ থেকে আমি এ পোষ্ট লিখছি না। ওনার স্টিকি পোষ্টের বক্তব্যের সাথে আমি সম্পূর্ন একমত। পত্র-পত্রিকায় এ সম্পর্কে পড়লেও ওনার পোষ্ট ওনেক তথ্যবহুল এবং বলতে সংকোচ নেই অনেক খাটা-খাটনির ফসল এ ধরনের পোষ্ট
সবাকের মূল নিকটি জেনারেল থাকায় উনি এ নিকে পোষ্টটি দেন যা ওনার নিকে স্পষ্ট বলা আছে। ওনার পোষ্টটি স্টিকি হয়েছে পোষ্টের মূল বিষয়ের গুরত্বের কারনে এখানে নিকটি কার বা কি ধরনের নিক তা প্রাধান্য পায়নি।
কিন্তু এ পোষ্টটি স্টিকি করে কর্তৃপক্ষ কি পরোক্ষভাবে আমাদের মাল্টিনিক ব্যবহারে অনুমতি প্রদান করে নি??
দেখা যাচ্ছে যে, প্রতিষ্ঠিত ব্লগারদের কয়েকটি নিক ব্যবহারে সামু কর্তৃপক্ষের আপত্তি নেই যদি না উনি অন্য নিকগুলোতে বলে নেন যে এগুলো উনারই নিক। একটি কোন কারনে জেনারেল হলে উনি অন্য নিকটি ব্যবহার করবেন।
তাহলে কোন ব্লগারের স্ট্যাটাস জেনারেল করা কতটুকু কার্যকরী?? নাকি এটি শুধু আমাদের মত আম-ব্লগারদের জন্য যাদের শুধু একটি নিক। কখনো জেনারেল হলে আমরা অসহায়ের মত অপেক্ষায় থাকবো প্রথম পাতায় এক্সেস পাওয়ার জন্য।
মাল্টিনিকের প্রসার রোধের দোহাই দিয়ে কর্তৃপক্ষ +/- রেটিং উঠিয়ে দেয় কিন্তু মাল্টিনিকের ব্যবহার কতটুকু কমেছে এ কয় দিনে??
দয়া করে কেউ এখানে ট্যাগিং করবেন না।
ব্লগার সবাকের জায়গায় অন্য কোন ব্লগার হলেও আমার বক্তব্য একি থাকতো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।