আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) নীল রংটার প্রতি অনেক আগে থেকেই আমর দূর্বলতা। সকালে সূর্য ওঠার আগে অথবা সন্ধ্যায় সূর্য ডোবার পরে আকাশের গাঢ় নীল রংটা আমার খুব পছন্দ। রংটা শেষ হওয়ার পর্যন্ত আমাকশের দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকি, উপভোগ করি। আজ ব্লগার স্বদেশ হাসনাইন এর পোষ্টটা পড়ে একটা নীল ছাতার খুব শখ হলো। গুগুলে সার্চ দিয়ে যোগাড় করে ফেললাম কিছু নীল ছাতা। কিনে আনতে হলে দেরী হবে। দেরী সহ্য হচ্ছিল না তাই আগে ভাগেই কিছু ছাতার মালিক বনে গেলাম এরকম চমৎকার সুন্দর একটা ছাতা মাথায় দিয়ে হাটছি; ভাবতেই আহ... অথবা এটা(এটা অবশ্য জেরীবু নিয়ে নিয়েছে, কেউ আবার টানাটানি করবেন না যেনো এটা নিয়ে ) এরকম ছাতা দিয়ে চাইলে আকাশও দেখা যায় একলাই চলে যাবো ছাতা মাথায় কোথাও... বোকা মেয়েটা ছাতা মাথায় না দিয়ে কেন উড়িয়ে দিচ্ছে নীল সমুদ্রের তীরে নীল ছাতার নিচে দুজনে.... অথবা বরফের মাঝে একা ভবিষ্যত প্রজন্মের জন্যেও পছন্দ করলাম একটা আপাতত এরকম একটা হলেও চলবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।