আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) আপুদের ঈদের কেনাকাটাত প্রায় শেষ। এখন বাকী ম্যাচিং করে গয়নাগাটি হাবিজাবি কেনা।
গতবার ঈদের আগে আপুদের জন্যে শাড়ী-জামা নিয়ে হাজির হলেও এবার মন মতন শাড়ী-জামা জোগার করতে না পেরে গয়নাগাটি নিয়ে এসেছি।
তো আপুরা যার যার পছন্দ মতন নিয়ে নেবেন নীলুর পক্ষ থেকে আপনাদের ছোট্ট গিফট
১। ইদানিং বাউটির প্রেমে পড়ে গিয়েছি, তাই প্রথমেই নীল বাউটি
২। ছোট্ট এবং সিম্পল হলেও আমার বেশ ভাল লেগেছে
৩। সাদা-সবুজ আমার বেশ ভালই লাগে
৪।
রুবির এই নেকলেসটা দেখেন ত পছন্দ হয় কিনা
৫। এরকম একটা লকেট কেউ পেছন থেকে এসে চোখ বন্ধ করতে বলে গলায় পড়িয়ে দিচ্ছে....ভাবলেই কেমন কেমন যানি লাগে
আমার প্রিয় আপুনিদের জন্যে স্পেশালি এটা আমার তরফ থেকে
৬। এই দুলটা দেখেন ত পছন্দ হয় কিনা
৭। শায়মা আপুকে আমার মনে হচ্ছে এই দুলটা ভাল লাগবে
৮। বড় বিলাই আপুর জন্যে ছোট বিলাই ওয়ালা এই দুলটা
৯।
যে সব ভাইয়া দের গার্ল ফ্রেন্ড অথবা বউ আছে তারা এটা দেখতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।