সুরা তাকছুর কবর যিয়ারতের সময় বিশেষ দরকারী
বাংলা উচ্চারন ও অর্থ
পরম করুনাময় ও অত্যন্ত দাতা আল্লাহর নামে
১। আল হা কুমুত তাকাছুর
প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে।
২। হাত তা ঝুর তুমুল মাকাবীর
এমনকি তোমরা কবর পর্যন্ত পৌছে যাও।
৩।
কাল্লা ছাওফা তা’ লামুন
এটা কখনও উচিত নয়, তোমরা শিগগিরই জেনে যাবে।
৪। ছুম্মা কাল্লা ছাওফা তা’ লামুন
অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা শিগগিরই জেনে যাবে।
৫।
কাল্লা লাও তা’ লামুনা ইল মাল ইয়াকীন
কখনই নয় ; যদি তোমরা নিশ্চিত জানতে।
৬। লা তারা উন্নাল জাহীম
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
৭। ছুম্মা লা তারা উন্না হা আইনাল ইয়াকীন
অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য-প্রত্যয়ে,
৮। ছুম্মা লা তুছ আলুন্না ইয়াও মা ইঝিন আনিল নায়িম।
এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিগ্গাসিত হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।