পতেঙ্গা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, শুক্রবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম বিমানবন্দর সড়কের যমুনা অয়েলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক জাকির হোসেন (৪৮) এবং যাত্রী হারুনুর রশিদ (৩৫) ও ফারজানা (৮)।
আহত খাদিজা বেগম, সালমা খাতুন ও লিটনকে চট্টগ্রাম মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা একে অপরের আত্মীয়। তাদের বাড়ি ফটিকছড়িতে বলে জানিয়েছে পুলিশ।
ওসি বলেন, “সকালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে অটোরিকশাটি ফটিকছড়ির দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক ধাক্কা দিলে চালক জাকির ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর বাকি দুজনের মৃত্যু হয়। ”
এর মধ্যে শিশু ফারজানার মৃত্যু হয় পতেঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে। আর হারুন মারা যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।