রাজধানীর বনানীতে ট্রাকের ধাক্কায় বাবুল মিয়া (৪০) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বনানীর ১১নং রোডে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত বাবুল মিয়ার গ্রামের বাড়ি সিলেটে। তিনি মহাখালীর কড়াইল বস্তিতে থাকতেন।
প্রত্যক্ষদর্শী মফিজ মিয়া জানান, বাবুল মিয়া গুলশান ও বনানী এলাকায় ভিক্ষা করতেন।
তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার কাজ শেষ করে রিকশাযোগে কড়াইল বস্তিতে ফিরছিলেন। পথে একটি ট্রাক পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
মফিজ আরও জানান, প্রথমে ভিক্ষুক বাবুল মিয়াকে স্থানীয় একটি হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।