আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় পুলিশ নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া এলাকায় মহাসড়কে পুলিশ পাহারায় গাড়ি পারাপারের সময় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম (৫০) জোরারগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

জানা গেছে, গতকাল হরতালের রাতে পণ্যবাহী বিভিন্ন ট্রাক ও কভার্ড ভ্যান পুলিশি পাহারায় চলাচলের ব্যবস্থা করা হয়। এসআই হাশেম ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রাকগুলোকে মিঠাছড়া বাজারে জড়ো করার কাজ তদারক করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.