চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া এলাকায় মহাসড়কে পুলিশ পাহারায় গাড়ি পারাপারের সময় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম (৫০) জোরারগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
জানা গেছে, গতকাল হরতালের রাতে পণ্যবাহী বিভিন্ন ট্রাক ও কভার্ড ভ্যান পুলিশি পাহারায় চলাচলের ব্যবস্থা করা হয়। এসআই হাশেম ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রাকগুলোকে মিঠাছড়া বাজারে জড়ো করার কাজ তদারক করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।