আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ৩

নাটোরে ঘন কুয়াশার কারণে একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক ট্রাক চালকসহ দুইজন, আর দুপুর ১টায় বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক জন।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের আজাইপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে ট্রাক চালক সেলিম (৩৪), হেলপার নজরুল (২৪) এবং ট্রাকের শ্রমিক শ্রমিক মেহের আলী (২৫ )।

আজ সকালে জেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধারের চষ্টো চলছিল।

ঘটনাস্থলে থাকা বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নিকুঞ্জ সরকার জানান, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো ট-১৬-২৫৫২) একটি ট্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে সামনে থাকা ট্রাকটিকে পেছন থেকে থাক্কা দেয়।

ওই ট্রাকটি গিয়ে সামান্য সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা মারে। এ সময় প্রথম ট্রাকটি গিয়ে মহাসড়কের নিচে পড়ে যায় এবং অপর দুটি ট্রাক রাস্তার ওপর উল্টে যায়।

দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করলে মহাসড়কের নিচে পড়ে যাওয়া ট্রাক থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। অন্য দুই ট্রাকের চালক ও হেলপাররা পলাতক রয়েছে বলে জানা গেছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, 'ট্রাকগুলো উদ্ধার শেষে থানা হেফাজতে রাখা হবে।

" এছাড়া নিহতের পরিবারের সদস্যদের কাছে সংবাদ পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.