প্রাইভেট চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারদের ফি এবং প্যাথলজি পরীক্ষার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক।
রোববার জাতীয় সংসদে বিএনপি নোতা সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তারের একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
অপু উকিলের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে অফিসসূচি সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা।
এই সময়ে ডাক্তার নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
রুহুল হক বলেন, "কর্মস্থলে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা একটি মনিটরিং সেল গঠন করেছে।
মোবাইল ফোন ও ওয়েব ক্যামেরার মাধ্যমে ডাক্তারদের কর্মস্থলে উপস্থিতি তদারকি করা হচ্ছে। "
মফস্বলের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকরা সময়মতো কর্মস্থলে যান না- এমন অভিযোগের পর প্রধানমন্ত্রীর নির্দেশে ওই কমিটি করা হয়।
নিলুফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হারবাল চিকিৎসার বিকাশে সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ৫০ শয্যায় উন্নীত হাসপাতালগুলোর জন্য ৫১টি ইউনানী, ৫১টি আয়ুর্বেদিক এবং ৫১টি হোমিওপ্যাথিক মোট ১৫৩টি মেডিকেল অফিসারের পদ সৃষ্টি করা হয়েছে।
সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার এক প্রশ্নের জবাবে রুহুল হক জানান, দেশের প্রতিটি জেলা হাসপাতালে পর্যায়ক্রমে করোনারী কেয়ার ইউনিট স্থাপনের পরিকল্পনাও সরকারের রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।