ময়মনসিংহে এজাজ আহমেদ খান (৪২) নামে এক চিকিৎসককে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দাবি- শুক্রবার দুপুরে শহরের চরপাড়া মোড় এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে দুই বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে।
তবে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে অ্যানেসথেসিয়া বিভাগের জুনিয়র কনসালট্যান্ট এজাজ সাংবাদিকদের জানান, 'আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে জুমার নামাজ পড়তে যাচ্ছিলাম। এ সময় ডিবি পুলিশ আমার হাতে ফেনসিডিলের ঠোঙা ধরিয়ে দিয়ে আমাকে আটক করে এখানে নিয়ে এসেছে। আমি ষড়যন্ত্রের শিকার।' ডিবি অফিসে চিৎকার-চেঁচামেচি করে আটক এজাজের স্ত্রী ডা. রিফাত রহমান সাংবাদিকসহ সবার সামনে দাবি করেন, 'আওয়ামী লীগের এক শীর্ষ নেতার নির্দেশে আমার স্বামীকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ।'
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, 'এজাজ একজন নিয়মিত ফেনসিডিলসেবী।
তিনি নেশাগ্রস্ত।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।