আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাকের মত করুন এক্সপি

কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে বেশীরভাগই উইন্ডোজ ব্যবহার করে থাকে। এছাড়াও রয়েছে ম্যাক, ইউনিক্সসহ অনেক অপারেটিং সিস্টেম। আমরা যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করে থাকি তারা গ্রাফিক্সে একঘেয়েমি দুর করতে পারি নতুন থিম পরিবর্তন করে। কিন্তু এসবতো পুরানো। আচ্ছা আপনার এক্সপি যদি দেখতে অ্যাপলের অপারেটিং সিস্টেম ম্যাক ওএস্‌ওক্স এর মত হয় তাহলে কেমন হয়।

সবাইকে চমকে দেওয়া যাবে। দেখতে ম্যাকের মত কিন্তু কাজ হবে উইন্ডোজেরই। এমনটি করতে পারেন্‌ FlyakiteOSX সফটওয়্যারটির সাহায্যে, যা আপনার কম্পিউটার অবিকল ম্যাকের মত করতে পারেন। এজন্য Click This Link থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং ইনষ্টল করুন। তবে সফটওয়্যারটি ইনষ্টল করার সময় Create System Restore Point সহ সকল কিছুই চেক করুন।

কারণ সফটওয়্যারটি উইন্ডোজের অনেক ব্যাচ ফাইল এবং সিস্টেম ফাইল পরিবর্তন করে। অবশেষে ইনষ্টল হবার পরে ইনষ্টলের মাধ্যমে রিবুট (পুনরায় চালু) করুন। এবার কম্পিউটার চালু হবার পরে দেখুন এ যেন এক্সপি নয় ম্যাক অপারেটিং সিস্টেম। শুধু দেখতেই নয় সিস্টেমের প্রায় সকল কাজ হবে ম্যাক ওএসএক্স এর মতই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।