আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাকের জন্য বাংলা ফনেটিক কি-বোর্ড Bangla-অঙ্কুর


অ্যাপল ম্যাক কম্পিউটার সবদিক থেকেই অত্যন্ত আধুনিক, দ্রুতগতি সম্পন্ন একটি কম্পিউটার। আজকাল এর জনপ্রিয়তাও বাড়ছে বিশেষ করে এর চমৎকার ইউজার ইন্টারফেস, আকর্ষনীয় গঠন এবং দীর্ঘ আয়ষ্কালের জন্য। অনেক ক্ষেত্রে ম্যাক অপারেটিং সিসটেম অন্য সব অপারেটিং সিসটেমের চেয়ে বেশ খানিকটা অগ্রগামী। এর কিছু কিছু বৈশিষ্ট্য অন্য সিসটেমে একদম পাওয়া যায় না। এতো সুযোগ সুবিধা থাকার পরও বাংলা ম্যাক ব্যবহারকারীদের জন্য একটা বড় কমতি আছে তা হলো, ম্যাকের জন্য কোনো ফনেটিক বাংলা কি-বোর্ড নেই।

ম্যাক ও এস-এ বাংলা ব্যবহার সম্ভব হলেও অ্যাপল কিন্তু বাংলা লেখা বা পড়ার জন্য কোন ফন্ট তাদের অপারেটিং সিসটেমে সংযুক্ত করেনি এখন পর্যন্ত। ম্যাকে বাংলার ব্যবহার এখন পর্যন্ত একুশের প্রকাশিত দু'টি ফন্টের উপরি নির্ভরশীল ছিল। যেগুলো কিনা আবার ম্যাক ও এস-এর বর্তমান সংস্করণের সাথে ঠিক মতো কাজ করে না। বাংলা লেখার জন্য একুশের প্রকাশিত দু'টি কি-বোর্ড ছাড়া আর কোন ব্যবস্থা ছিল না। ম্যাক ব্যবহারকারীদের এই সমস্যা থেকে উত্তরণের জন্য Bangla-অঙ্কুর ফনেটিক কি-বোর্ড প্রকাশিত হয়েছে।

Bangla-অঙ্কুর ডাউনলোড করতে দেখুন "ডাউনলোড"। Bangla-অঙ্কুর চেষ্টা করেছে শব্দের প্রকৃত উচ্চারণ অনুযায়ী শব্দ গঠন করতে। উদাহরণ স্বরূপ, "বিশ্বাস" লিখতে হিন্দী ভাষার অনুকরণে ইংরেজীতে "biswas" না লিখে Bangla-অঙ্কুরে খুব সহজেই লিখতে পারেন "bishshash"। "পদ্মা" লিখতে "podma" না লিখে লিখতে পারেন "podd;a"। এখানে সেমিকলন একটি বিশেষ সিংকেত হিসেবে কাজ করছে।

যা কিনা "dd" উচ্চারণ সম্বলিত অন্য যিক্তাক্ষর গুলোকে আপনার সামনে নিয়ে আসবে। যাতে সাবলিল ভাবে বাংলা উচ্চারণ অনুসরণ করে খুব সহজে বাংলা দেখা যায়। Bangla-অঙ্কুরের ব্যবহারবিধি বিস্তারিত ভাবে জানতে দেখুন "Bangla-অঙ্কুর ব্যবহারবিধি"। Bangla-অঙ্কুর নিয়ে কোন সমস্যা আলোচনা করুন Bangla-অঙ্কুর ফোরামে। Bangla-অঙ্কুর ফোরমের ঠিকানা: অঙ্কুর ফোরাম ই-মেইল করুন: শুধু ফনেটিক কি-বোর্ডই নয়।

Bangla-অঙ্কুর একুশের ১২টি ফন্টকে সকল প্লাটফরমের উপযোগী OpenType+AAT ফন্টে রূপান্তর করে প্রকাশ করেছে। Web Developer-দের জন্য ফন্ট গুলো খুবই কাজের। কারণ এই ফন্ট গুলো যদি WOFF হিসেবে ব্যবহার করা হয় তবে সকাল প্লাটফরমেই website সঠিক ভাবে প্রদর্শিত হবে। OpenType ফন্ট Windows এবং Linux-এ ঠিক মতো প্রদর্শিত হলেও ম্যাকে বা iOS device-গুলোতে সঠিক ভাবে কাজ করে না। বাংলা ফন্ট নামাতে দেখুন "বাংলা ফন্ট"।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।