আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাকের চেহারায় উবুন্টু/লিনাক্স

all in one

উবুন্টু আর ম্যাক সম্পূর্ণ আলাদা অপারেটিং সিস্টেম হওয়ায় এর ডেস্কটপ ইন্টারফেইসও আলাদা। তবে ম্যাকবুন্টু সফটওয়্যার ব্যবহার করে উবুন্টুকে ম্যাকের চেহারা দিতে পারেন। http://sourceforge.net/projects/macbuntu/ ঠিকানার সাইট থেকে প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ফাইলটি এঙ্ট্রাক্ট করে install.sh নামক একটি ফাইল পাবেন। ফাইলটিকে ডবল ক্লিক করে Run in Terminal অপশনটি নির্বাচন করুন। টার্মিনালে স্বয়ংক্রিয়ভাবে এটি চালু হবে এবং উবুন্টু ডেস্কটপ ইন্টারফেইস ম্যাকের মতো হয়ে যাবে। মূল থিমের পাশাপাশি এটি ফন্ট, আইকন, প্যানেল, ব্রাউজার থিম ও ওয়ালপেপার ম্যাকের মতো করে দিবে।'' লিনাক্সে ব্যবহার করতে পারবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।