পত্র পত্রিকায় ও টিভিতে রুমানার অত্যাচারিত মুখের ছবি দেখলে যে কোন সুস্হ মানুষ শিউরে উঠবে। তার প্রতি যে অন্যায় করা হয়েছে, এটার সুষ্ঠ বিচার হউক এটা আমাদের সবার দাবী। পত্র পত্রিকা, টিভি মিডিয়া, বিভিন্ন ব্লগ, ফেসবুকে আমাদের সমাজের বিবেকবান মানুষেরা এর যথেষ্ট প্রতিবাদ করছে। পাঁচটি মানববন্ধনপর্যন্ত হয়েছে। যে কোন সভ্য সমাজে এমনটাই হওয়া উচিত।
কিন্তু আমার মনে একটি প্রশ্নের উদ্রেক হয়েছে।
প্রতিদিন পত্রিকা খুলেলই আমরা আরও কিছু ভয়ংকর সংবাদ দেখতে পাই। যেমন কোন বধূর জবাই করা লাশ, এসিড এ ঝলসানো কিশোরী,ধর্ষিতা নারীর চোখ উপড়ানো মৃতদেহ, গৃহবধূ পিটিয়ে হত্যা, যৌতুকের দাবীতে বিষ প্রয়োগে হত্যা,স্বামী কর্তৃক স্ত্রীকে পতিতালয়ে বিক্রি আরও কত কিছু । যা বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম ওনিম্নবিত্ত সমাজে হয়ে থাকে। কই এইসব ঘটনায় তো চারিদিকে এমন সোরগোল পরে যায় না? এইসব খবরের স্হান হয় পত্রিকার ভিতরের পাতায় গ্রামগণ্জের খবরের ছোট্ট একটি কলামে।
বেশীরভাগ ক্ষেত্রেই এসবের কোন ফলোআপ রিপোর্ট পর্যন্ত হয় না। তবে কি রুমানার ঘটনায় আমাদের সবার এত বিবেক দংশন তারা সমাজের উপরের দিকের মানুষ বলে? আমাদের এত আগ্রহ তাদের সামাজিক অবস্হানের জন্য ? এত প্রতিবাদ রুমানা মোটামুটি একজন রূপবতী রমনী বলে? মানুষের বিবেকও কি জেগে উঠে শ্রেনীভেদ বিচার করে?
লেখাটি পড়ে আমায় কেউ ভুল বুঝবেন না। মূল বক্তব্যটা কেউ অনুধাবন করলে ভাল লাগবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।