আমাদের কথা খুঁজে নিন

   

অসহায় মা

:) :D

ছোট্ট একটি জীর্ন শীর্ন শিশু সোহাগ মাখা আদরে রয়েছে মায়ের কোলে ভিক্ষার থলি হাতে মা দাঁড়িয়ে এক মুঠো চালের জন্য আহাজারী করছে। স্বামী তার মৃত্যু শয্যায় শায়িত ঘরে খাদ্যের ভান্ডার সব শুন্য সারাদিন দ্বারে দ্বারে ঘুরে একটু খাদ্যের জন্য। ওর মাত্র একটি ছেলে অথচ পৃথিবী এমন নিষ্ঠুর কেউ ওকে কাজ দেয় না ভিক্ষা না করে ও কি করবে? স্বার্থেতো সবাই বেহুশ-- ও কাকে এ মিনতি জানাবে? কে ওকে অন্নের,বস্ত্রের নিশ্চয়তা দেবে? কে ওর শিশুর মুখে হাসি ফোটাবে? এখানেই ধরা পড়ে গেছে স্বার্থপর মানুষের সব ফাঁকি মা কে তুমি ভিক্ষুক সাজালে আরও, কি রয়েছে বাকি? শিশুটি মায়ের মুখে তাকেয়ে আছে মায়ের চোখে অবিরত পানি ঝরছে শিশু মায়ের মাথায় হাত বুলিয়ে বলছে মা! তুমি কেঁদোনা মা! তুমি কেঁদোনা শুনো বিশ্ববাসী! অসহায় এ শিশুর বানী, এখনো সময় আছে, ঐ ভিক্ষুক মা-কে কাছে টেনে মুছে ফেলো তোমার পাপের গ্লানি। তা না হলে, ঐ শিশুও তোমাকে ছাড়বেনা মা এর চোখের জলের বিচার চাইবে তখন তোমাদের এ পাপী মুখ কোথায় লুকিয়ে রাখবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.